BOOK TOPIC | SUBINOY MISHRA | RABINDRANATH — NATUNPATA | 2025 APRIL 22

বইকথা | সুবিনয় মিশ্র | চিঠিপত্রে রবীন্দ্রনাথ | নতুনপাতা | ২০২৫ জানুয়ারি ২২

ছোটদের বিভাগ

BOOK TOPIC  SUBINOY MISHRA  RABINDRANATH  NATUNPATA  2025 APRIL 22

বইকথা | নতুনপাতা 

চিঠিপত্রে রবীন্দ্রনাথ

সুবিনয় মিশ্র

রবীন্দ্রনাথকে বোঝার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো তাঁর চিঠিপত্র।  সেগুলিকে গভীর অভিনিবেশ  
সহকারে দেখা দরকার। নাহলে রবীন্দ্রনাথকে বোঝার ক্ষেত্রে অপূর্ণতা থেকে যায়। জীবনে কত যে চিঠি তিনি লিখেছেন তার  
কোনও শেষ নেই।  চিঠির মধ্যেই  উদ্ভাসিত হয়ে ওঠে হাজার রঙের  রবি। সমকাল ও পূর্বকালের সাহিত্য ও ইতিহাসের  
নানা প্রসঙ্গে  রবীন্দ্রনাথের   প্রতিক্রিয়ার মধ্য দিয়ে ফুটে ওঠে মানুষ রবিরও পরিচয়। এই সব চিঠির মধ্যে পাওয়া যাবে  
পরিবার, জমিদারি, ব্রহ্মবিদ্যালয়, শান্তিনিকেতনের খবরাখবর, বিদেশ ভ্রমণের নানা কথা। সেদিক থেকে দেখলে চিঠিগুলির  
মধ্য দিয়ে পাঠক খুঁজে পাবেন অন্য এক রবীন্দ্রনাথকে।  

পাঠক এই অভিধানে  খুঁজে পাবেন তাঁর জীবনবোধের বিবর্তনের  
হদিশ।   ক্ষিতিমোহন সেনকে রবীন্দ্রনাথ একবার বলেছিলেন, ‘আমার লেখার চেয়ে কম হবে না আমার চিঠি।’ বিজন  
ঘোষালের ‘রবীন্দ্রপত্রাভিধান’-এর মধ্যে পাওয়া যাবে সাতসহস্রাধিক চিঠির পরিচয়। অবশ্য এটি প্রথম খণ্ড। এর আগে  
রবীন্দ্রবিষয়ক পত্রের সংকলন বিশ্বভারতী উনিশ খণ্ডে প্রকাশ করেছে। গৌরচন্দ্র সাহা চার সহস্রাধিক চিঠির তালিকা  
দিয়েছেন। কিন্তু বিজন ঘোষালের কাজ আলাদা।  প্রকাশিত, অপ্রকাশিত, প্রায় বিলুপ্ত, সব ধরনের চিঠিরই সংকলন এই  
গ্রন্থটি। সম্প্রতি ৫ম খণ্ড প্রকাশিত হয়েছে। শোনা যাচ্ছে পরিকল্পনামতো এগোতে পারলে একাজ  ২৫—৩০  খণ্ডের কমে  
শেষ হবে না।  

রবীন্দ্রপত্রাভিধান

বিজন ঘোষাল। পত্রলেখা। ৪৫০ টাকা। 

Comments :0

Login to leave a comment