ICHCHE — MANISH DEB | MOLLA NASIRUDDIN — NATUNPATA | SATURDAY 6 JULY 2024

ইচ্ছে — মোল্লা নাসিরউদ্দিন | মনীষ দেব | মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত — নয় | নতুনপাতা | শনিবার ৬ জুলাই ২০২৪

ছোটদের বিভাগ

ICHCHE   MANISH DEB  MOLLA NASIRUDDIN  NATUNPATA  SATURDAY 6 JULY 2024

ইচ্ছে | মোল্লা নাসিরউদ্দিন
 

মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত — নয়

মনীষ দেব

নতুনপাতা

       সময়কে অতিক্রম করা একটা মানুষ — মোল্লা — মোল্লা নাসিরউদ্দিন — 
       এক চলমান বিজ্ঞাপন। 
       যা বোকামির বিজ্ঞাপন! 
       যা চালাকির বিজ্ঞাপন! 
       যা সমাজের বিজ্ঞাপন! 
       যা বিশ্বাসের বিজ্ঞাপন! 
       যা উপলব্ধির বিজ্ঞাপন। 
       এবং বুদ্ধি-বুদ্ধি-বুদ্ধি এবং বুদ্ধির বিজ্ঞাপন!

       বুদ্ধি — তীক্ষ্ণ বুদ্ধি — সুক্ষ্য বুদ্ধি — জয়ের  বুদ্ধি — পরাজয়ের বুদ্ধি। না ভাঁড় নয়; ভাঁড়ামো নয় — বুদ্ধি  দিয়ে বুদ্ধিকে জয় এবং বোকামি দিয়ে  বোকামিকে জয়। এই আমাদের নাসিরউদ্দিন — মোল্লা নাসিরউদ্দিন।
     
       ছোট বেলায় প্রথম পরিচয়ে — কে যেন বলে ছিল — মোল্লা বুদ্ধির ঢেঁকি আর ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে কিন্তু মোল্লা সবার মগজে-মননে-বিশ্বাসে ধান ভেনে দিচ্ছেন প্রতিদিন প্রতিনিয়ত। তাই প্রবাদ কখনও কখনও মিথ্যে হয়ে যায় — কখনও কখনও প্রবাদ বদলে যায় — কখনও কখনও প্রবাদকে বদলে ফেলতে হয় —  প্রবাদ কখনও পরাজিত হয় — যখন মোল্লা উঠে দাঁড়ান এক বোকামানুষের মতো, একজন সর্বহারার মতো আর প্রবাদটা চিৎকার করে ওঠে —

       মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত — নয়। 
       মোল্লার দৌড় মন-মেধা-মগজ পর্যন্ত — এবং অসীমে অসীমে।
       — মোল্লা — ইচ্ছে শুধু ইচ্ছে।
 

 

Comments :0

Login to leave a comment