MONDA MITHI | ISAAC NEWTON — RISHIRAJ DASS | NATUNPATA — 2025 JANUARY 25

মণ্ডা মিঠাই | বড়দিনের আলোকে বিজ্ঞানের বরপুত্র স্যার আইজ্যাক নিউটন — ঋষিরাজ দাশ | নতুন বন্ধু | নতুনপাতা — ২০২৫ জানুয়ারি ২৫

ছোটদের বিভাগ

MONDA MITHI  ISAAC NEWTON  RISHIRAJ DASS  NATUNPATA  2025 JANUARY 25

 

মণ্ডা মিঠাই | নতুনপাতা

বড়দিনের আলোকে বিজ্ঞানের বরপুত্র স্যার আইজ্যাক নিউটন
ঋষিরাজ দাশ 

 

বিগত সংখ্যার পর

       “প্রিন্সিপিয়া” গ্রন্থে উল্লেখিত মূলনীতিসমূহ নিয়ে কাজ করবার সময় নিউটন বিশ্ববিদ্যালয় কার্যাবলীতে আরো সক্রিয় হয়ে ওঠেন। এ সময় রাজা দ্বিতীয় জেমস বিশ্ববিদ্যালয়ের সর্বময় কর্তৃত্ব এবং আনুগত্যের শপথ অস্বীকার করার সিদ্ধান্ত গ্রহণ করেন। নিউটন তার এই সিদ্ধান্তের প্রতিবাদ ও বিরোধিতা করার দরুন কেমব্রিজ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।  আরোগ্য লাভের পর তিনি বিশ্ববিদ্যালয় ত্যাগ করে সরকারের জন্য কাজ শুরু করেন। তাঁর বন্ধু লক, রেন এবং লর্ড হালিফাক্সের সহযোগিতায় তিনি প্রথমে ১৬৯৫ খ্রিস্টাব্দে ইংল্যান্ড সরকারের “ওয়ার্ডেন অফ দ্য মিন্ট” এবং পরবর্তীতে “মাস্টার অফ দ্য মিন্ট” পদে অধিষ্ঠিত হন।

১৭০৫ খ্রিস্টাব্দে ‘নাইট’ উপাধিতে ভূষিত হন। নিউটনের সাথে সাক্ষাৎ করার জন্য এত অধিক সংখ্যক বিজ্ঞানী ও বিজ্ঞানমনস্ক ছাত্রের আগমন ঘটত যে তিনি বিরক্ত হয়ে যেতেন। মৃত্যুর কিছুকাল পূর্বে তিনি এত সম্মান পেয়েও একসময় বিনয় প্রকাশ করেন। তিনি বলেন -------
“আমি জানি না বিশ্বের কাছে আমি কিভাবে উপস্থাপিত হয়েছি, কিন্তু আমার কাছে আমার নিজেকে মনে হয় এক ছোট বালক যে কেবল সমুদ্র উপত্যকায় খেলা করছে এবং একটি ক্ষুদ্র নুড়ি বা ক্ষুদ্রতর এবং খুব সাধারণ পাথর সন্ধান করছে অথচ সত্যের মহাসমুদ্র তার সম্মুখে পড়ে রয়েছে যা অনাবিষ্কৃতই রয়ে গেল।”

 


সপ্তম শ্রেণী
কল্যাণনগর বিদ্যাপীঠ খড়দহ, উত্তর ২৪ পরগনা 
মজুমদার ভিলা, কল্যাণ নগর, খড়দহ, উত্তর ২৪ পরগনা 

চলবে

Comments :0

Login to leave a comment