POETRY \ CHILDREN'S DAY — PRADIP KUMAR CHAKRABORTY \ MUKTADHARA \ 16 NOVEMBER 2024

কবিতা \ শিশু দিবস পথশিশুর দিনলিপি — প্রদীপ কুমার চক্রবর্তী \ মুক্তধারা \ ১৬ নভেম্বর ২০২৪

সাহিত্যের পাতা

POETRY  CHILDRENS DAY  PRADIP KUMAR CHAKRABORTY  MUKTADHARA  16 NOVEMBER 2024

কবিতা

শিশু দিবস — পথশিশুর দিনলিপি 
প্রদীপ কুমার চক্রবর্তী

মুক্তধারা

তুই কি শিশু চাঁদের কণা 
পথের ধুলোয় গা ভরানো,
তোর বাবা মা কোন কাজেতে
সকালখানাই ভয় ধরানো।
ছেঁড়া জামা কত্তো দিনের
কেউ কাচেনা  বড্ড হেলা ,
নোংরা ধুলোয় ছুটে বেড়াস
নিজের সঙ্গে করিস খেলা ।

হাতের মাঝে কি ওটা রে !
একটুখানি ছেঁড়া রুটি ?
কেউ দিল কি আদর‌ ক'রে ?
ফুল ফোটে কি একটি দুটি!
তোর চুলে কি ভীষণ জটা ,-
মায়ের বুঝি নেই কোন নজর !
'আমার মা তো কবেই গেছে , 

কে আর করে আমায় আদর!!'                                     

বাবাও আমায় গেছে ভুলে 
নতুন মা-কে সঙ্গে নিয়ে,
তারা আমার খোঁজ রাখে না 
কি খাই আমি এ' হাত দিয়ে।
রোজ দেখি যে কত্তো ছেলে
হেসে নেচে ইস্কুলে যায় 
আমার এমন কপাল খারাপ 
শুধুই থাকি পথের ধূলায় ।

দূরে দেখি আকাশখানা‌
সেথায় ওড়ে কত্তো পাখি,
তাদের পাখায় রোদ‌ খেলে যায়
বাসায় ফেরে আমায় ডাকি ।
সূর্য যখন অস্ত গেলো
সেই দূরেতে মাঠের পারে ,
এমন মায়ার রঙ ধরালো
টানলো আমায় চুপিসাড়ে।

আঁধার আসে হাত পা নেড়ে 
বনের মাঝে ফুলকি আলো,
সবাই বলে , জোনাকি ওরা 
আমার লাগে বড্ড ভালো।
হঠাৎ আসে আঁধার কেটে
বিকট আওয়াজ হুক্কা হুয়া,
তখন আমি ভয় পেয়ে যাই 
তবুও থাকি নেই পরোয়া।

রাত্রি যখন নিঝুম বিভোর 
আকাশ জুড়ে চাঁদের থাকা,
আমি তখন যাই হারিয়ে 
মন ভরানো ছবি আঁকা।
কখন যেন অলস দেহ 
ধুলোর পরে যায় এলিয়ে,
আমি তখন ঘুমের দেশে 
কে যেন যায় হাত বুলিয়ে।

রাত চলে যায় আঁধার দেশে
আমায় সেতো সঙ্গী করে ,
জগৎ ছাড়া আমিই শিশু 
কে আর এখন হাতটা ধরে ।

Comments :0

Login to leave a comment