Chhattisgarh Encounter

ছত্তিশগড়ে ফের মাওবাদী নিরাপত্তাবাহিনীর লড়াই, নিহত ১২

জাতীয়

ছত্তিশগড়ের বিজাপুরের পিড়িয়ায় নিরাপত্তাবাহিনী ও  মাওবাদীদের সংঘর্ষে নিহত ১২ মাওবাদী। শুক্রবার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেন, বিজাপুর থেকে ১২ জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে বিজাপুরে গঙ্গালোর থানা এলকায় গভীর জঙ্গলের মধ্যে মাওবাদীদের সন্ধানে চলছিল তল্লাশি। সেই সময় যৌথ বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায় একদল সশস্ত্র মাওবাদী। পালটা গুলি চালায় যৌথবাহিনীও। দীর্ঘক্ষণ মাওবাদী এবং যৌথবাহিনীর মধ্যে গুলির লড়াই চলতে থাকে। গুলির লড়াই থেমে গেলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১২ জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার যৌথবাহিনী। এছাড়াও ঘটনাস্থল থেকে প্রচুর অত্যাধুনিক অস্ত্রশস্ত্র পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। 

গত ১৬ এপ্রিল ছত্তিশগড়ের কাঁকেতে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় কমপক্ষে ২৯ জন মাওবাদীর। চলতি বছরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এখনও পর্যন্ত ১০৩ জন মাওবাদী নিহত হয়েছে। সরকারি সূত্রে বলা হয়েছে ২০১৯ সালের পর সর্বোচ্চ।

Comments :0

Login to leave a comment