চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে হত্যায় দোষীদের আড়াল করার অভিযোগে সরব হলো ৩৫টি সংগঠন। পুরো ঘটনায় রাজ্য সরকারের ভূমিকার নিন্দা করেছে নারী অধিখার আন্দোলনের সঙ্গে যুক্ত এই সব সংগঠনই।
কলকাতার পাশাপাশি মণিপুর, গুজরাট, উত্তরাখণ্ড, বিহার এবং উত্তর প্রদেশের বিভিন্ন ঘটনার উল্লেখ করা হয়েছে যৌথ প্রেস বিবৃতিতে। এই সংগঠনগুলির মধ্যে রয়েছে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, সারা ভারত দলিত মহিলা অধিকার মঞ্চ, অল ইন্ডিয়া প্রোগ্রেসিভ উইমেনস অ্যসোসিয়েশন, অল ইন্ডিয়া লইয়ার্স অ্যসোসিয়েশন ফর জাস্টিসের মতো সংগঠন।
কলকাতায় ৩১ বছরের চিকিৎসক ছাত্রীর নির্মম ধর্ষণ খুনের প্রতিবাদে সোচ্চার রয়েছে দেশ। রাজ্য ছাড়িয়ে প্রতিবাদে স্বর ছড়িয়ে পড়েছে বিদেশের মাটিতে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘কেবল নিষ্ঠুরতার জন্য এই ধর্ষণ-হত্যা ধিকৃত হচ্ছে তা নয়, যেভাবে সরকার আড়ালের চেষ্টায় নেমেছে, প্রতিবাদের সেটিও কারণ।’’
আর জি করে চিকিৎসকের ধর্ষণ-হত্যায় সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেছে নারী অধিকার আন্দোলনে যুক্ত সংগঠনগুলি। বস্তুত ১৪ আগস্ট রাতে পুলিশের সামনে হাসপাতালে অবস্থানরত বিক্ষোভকারীদের ওপর হামলার প্রতিবাদে চিকিৎসকদের সঙ্গে সরব হয়েছে দেশের বহু অংশ।
সংগঠনগুলি মনে করছে যে মৃত্যুদণ্ডের জন্য ভাষণ দিয়ে নারীদের ওপর অত্যাচার রোধ করা যাচ্ছে না। সমসাময়িক অভিজ্ঞতাই তা দেখিয়েছে। বরং, সরকার, পুলিশ এবং প্রশাসন নিজের নিজের কাজ সঠিকভাবে করছে কিনা সেটিই বড়। তদন্ত, আদালতে অপরাধীকে বিচারের মুখে ফেলা এবং শাস্তি নিশ্চিত করার কাজেই ফাঁক রয়ে যাচ্ছে। প্রতিদিন ৮৬টি ধর্ষণের অভিযোগ নথিভুক্ত হয় দেশে। কিন্তু শাস্তি হয় মাত্র ২৮ শতাংশ ঘটনায়।
Women Violence Statement
দোষীদের আড়ালের চেষ্টায় নিন্দা দেশের ৩৫ সংগঠনের
×
Comments :0