শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের কণ্ঠস্বর পরীক্ষা করার নির্দেশ দিলো সিবিআইয়ের বিশেষ আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে আবেদন জানিয়ে ছিল কুন্তল ঘোষের কণ্ঠস্বর পরীক্ষা করার জন্য। আগামী ১৮ ফেব্রুয়ারি হবে এই কনণ্ঠস্বর পরীক্ষার। এদিন সেই নির্দেশ দিয়েছে সিবিআই আদালত। সিবিআই'র আইনজীবী আদালতে বলেন, তদন্ত করতে গিয়ে নতুন বেশ কিছু তথ্য মিলেছে। তার জন্যই তদন্তকারী অফিসারদের মনে হয়েছে কুন্তলের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা দরকার। সিবিআই'র এই আবেদনের পরিপ্রেক্ষিতেই অনুমতি দেয় আদালত। এর আগে 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা নিয়েছে সিবিআই।
তৃণমূলের এই যুব নেতা ২০২৩ সালের জানুয়ারি মাসে গ্রেপ্তার হয়। প্রাথমিকে নিয়োগ দেওয়ার নামে আর্থিক লেনদেন করেছে কুন্তল ঘোষ এই অভিযোগে ইডির হাতে গ্রেপ্তার হয় কুন্তল। পরে বাধ্য হয়ে তৃণমূল তাকে বহিস্কার করে। পরে সিবিআইয়ের মামলায় গ্রেপ্তার হয় কুন্তল ঘোষ। বর্তমানে সে দুটি মামলায় জামিনে মুক্ত।
Kuntal Ghosh
কুন্তল ঘোষের কণ্ঠস্বর পরীক্ষা করার নির্দেশ আদালতের
![](https://ganashakti-new-website.s3.ap-south-1.amazonaws.com/24143/67af48b040036_kuntal-ghosh-.jpg)
×
Comments :0