KASHMIR 3RD PHASE

শেষ দফায় জম্মু-কাশ্মীরে ভোটের হার ৬৫.৪৮%

জাতীয়

ভোট দিতে প্রবীণ নাগরিকদের অপেক্ষা। জম্মুতে।

শেষ দফার ভোটে হাজিরা ছাড়ালো ৬৫ শতাংশ। বিকেল পাঁচটা পর্যন্ত বিধানসভার ৪০টি আসনের মোট হিসেব এই তথ্যই দিচ্ছে। 
২০১৪’র পর এবারই বিধানসভার ভোট দিচ্ছেন জম্মু ও কাশ্মীরের জনতা। তারপর থেকে আর ভোট হয়নি। বরং, রাজ্যকে ভেঙে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল গড়া হয়েছে। সেই সিদ্ধান্ত যে কাজে দিচ্ছেন না , কার্যত কবুল করছে বিজেপি-ই। প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্র মন্ত্রী, বিজেপি’র শীর্ষ নেতারা এখন দাবি করছেন পূর্ণ রাজ্যেরমর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। 
বিজেপি বিরোধী জোটে কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স, সিপিআই(এম) পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিকেই গুরুত্ব দিয়েছে প্রচারে। আলাদা লড়লেও পিডিপি সেই দাবি তুলেছে। 
এদিন যে ৪০ আসনে নির্বাচন হয়েছে তার ২৪টি জম্মুর। বাকিগুলি কাশ্মীরের বারামুল্লা এবং কুপওয়ারার। নির্বাচন কমিশন জানিয়েছে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদানের হার ৬৫.৪৮ শতাংশ। 
১৮ সেপ্টেম্বর রাজ্যে প্রথম দফার ভোটে ভোটদানের হার ছিল ২৪ আসনে ৬১.২৪ শতাংশ। তবে ২০১৪-তে এই কেন্দ্রগুলিতে ভোটদানের হার ছিল ৬৬ শতাংশ। ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ৫৬ শতাংশ ছিল ভোট দানের হার। ২০১৪-র তুলনায় ১ শতাংশ বিন্দু কম। 
ভোট গণনা হবে হরিয়ানার সঙ্গে ৮ অক্টোবর। হরিয়ানায় ভোট হবে ৫ অক্টোবর।

Comments :0

Login to leave a comment