রেল লাইনের মাঝে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করছিলেন সাফাইকর্মীরা। তাঁদেরই উপর এসে পড়েছে ছুটন্ত ট্রেন। নয়াদিল্লি-তিরুবনন্তপুরম গামী কেরালা এক্সপ্রেস পিষে দিয়েছে চার সাফাইকর্মীকে।
মর্মান্তিক এই দুর্ঘটনা কেরালার শোরনুরে।
শোরনুর স্টেশন থেকে কয়েক কিলোমিটার দূরে রেলব্রিজের নিচে আবর্জনা সরাচ্ছিলেন এই সাফাইকর্মীরা। তাঁদের পাশে সরার জায়গা ছিল না। এর মধ্যেই হুড়মুড়িয়ে এসে পড়ে ট্রেন। রাত সাড়ে আটটা পর্যন্ত তিনজনের দেহ উদ্ধার হয়েছে। এক কর্মীর দেহ পাওয়া যাচ্ছে না। আশঙ্কা, ধাক্কায় তিনি ছিটকে পড়েছেন নদীতে।
রেল পুলিশের আধিকারিকরা জানিয়েছেন কেন এমন হলো তার তদন্ত চলছে। ঘটনায় তীব্র ক্ষোভ রয়েছে রেলকর্মীদের মধ্যে। ক্ষুব্ধ স্থানীয়রাও।
রেলে আধুনিক প্রযুক্তির ব্যবহারের বড়াই করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজেও এমন বহু দাবি করেই চলেছেন। কিন্তু রেলে একের পর এক দুর্ঘটনার দায় স্বীকার করছে না কেন্দ্র। দায় নিচ্ছেন না রেলমন্ত্রীও।
RAIL ACCIDENT KERALA
কেরালা এক্সপ্রেস পিষে দিল চার সাফইকর্মীকে
×
Comments :0