Burdwan

ছেলেধরা সন্দেহে মারধর, গ্রেপ্তার পাঁচ

জেলা

ছেলেধরা সন্দেহে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে আউশগ্রাম থানার পুলিশ। ধৃতদের নাম অনিমেষ বাগদি, সিদ্দিক মিধ্যা, মধু বাগদি, ইনসানউদ্দিন শেখ ও বুদ্ধদেব বাগদি। আউশগ্রাম থানার জয়রামপুরের বিভিন্ন পাড়ায় ধৃতদের বাড়ি। ধৃতদের সোমবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ৫ আগস্ট ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম। 
পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যায় জয়রামপুরে এক ব্যক্তি উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিল। তিনি মানসিকভাবে অসুস্থ বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। তাঁকে ঘোরাঘুরি করতে দেখে ছেলেধরা বলে সন্দেহ হয় বাসিন্দাদের একাংশের। তারা তাঁকে আটকে রেখে ব্যাপক মারধর করে। বিষয়টি জানতে পেরে গ্রামের দুই সিভিক ভলান্টিয়ার তাঁকে উদ্ধার করার আপ্রাণ চেষ্টা করেন। যদিও উত্তেজিত বাসিন্দারা তাতে বাধা দেয়। ঘটনার কথা এড়াল পঞ্চায়েতের ভিলেজ পুলিশ থানায় ফোন করে জানান। এরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তার আগেই অবশ্য দুই সিভিক ভলান্টিয়ার ওই ব্যক্তিকে গ্রামবাসীদের কাছ থেকে উদ্ধার করে জয়রামপুর প্রাথমিক বিদ্যালয়ের একটি রুমে নিয়ে যান। সেখানেও গ্রামবাসীরা গিয়ে বিক্ষোভ দেখায়। ওই ব্যক্তিকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য দাবি জানায়। পুলিশ কোনও রকমে তাঁকে স্কুলের রুম থেকে উদ্ধার করে নিয়ে আসে। তাঁকে উদ্ধার করতে গিয়ে প্রবল বাধার মুখে পড়ে পুলিশ। ওই ব্যক্তিকে উদ্ধার করে বননবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা করানো হয়। পরে পুলিশ জেনেছে, ওই ব্যক্তির নাম কাজি মইনুদ্দিন। হুগলির খানাকুল থানার ঘোষপুরে তাঁর বাড়ি। ঘটনার বিষয়ে এএসআই শুভজিৎ চট্টোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে থানা।

Comments :0

Login to leave a comment