Kullu Tourists Died

কুলুতে গাছ উপড়ে মৃত্যু ৬ পর্যটকের

জাতীয়

মর্মান্তিক দুর্ঘটনায় হিমাচল প্রদেশের কুলুতে প্রাণ হারালেন ৬ পর্যটক। রাস্তার ধারে গাড়ি থেকে নেমে খাবারের দোকানে দাঁড়িয়ে ছিলেন পর্যটকরা। দমকা হাওয়ায় উপড়ে পড়ে গাছ। 
আবহাওয়া দপ্তর চলতি সপ্তাহে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছিল হিমাচলে কুলু সহ চার জেলায়। স্থানীয়রা জানিয়েছেন, রবিবার ঝোড়ো হাওয়া চলছিল। পর্যটকরা তার মধ্যে গাড়ি থামিয়ে খাবার কিনছিলেন। কেউ কেউ ছিলেন গাড়ির ভেতর। আচমকা বড় গাছ পড়ে যায় গাড়িতে। শোনা যায় আর্ত চিৎকার।
জনপ্রিয় পর্যটনস্থল কুলুর মণিকরণ গুরুদোয়ারার সামনেই হয়েছে এই মর্মান্তিক কাণ্ড। প্রশাসন জানিয়েছে, গাছ পড়ে যাওয়ায় ধসে পড়েছে মাটিও। উদ্ধারের কাজ চলছে।

Comments :0

Login to leave a comment