ইরানের খেলতে না যাওয়ায় এএফসিকে চিঠি দিয়েছিল মোহনবাগান। ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে করার দাবি জানিয়েছিল মোহনবাগান । একই দাবি জানিয়ে এ এফসিকে চিঠি দিয়েছিল রোনাল্ডোর ক্লাব আল নাসেরেও। কিন্তু মোহনবাগানকে বাতিল করা হলেও আল নাসেরের খেলা দেওয়া হবে নিরপেক্ষ একটি ভেন্যুতে। এইখানেই উঠেছে দ্বিচারিতার প্রশ্ন। রোনাল্ডোর অনুপস্থিতিতে এ এফসি চ্যাম্পিয়ন্স লিগের টুর্নামেন্টের আকর্ষণ কমতে পারে। সেই আশঙ্কার কথা মাথায় রেখেই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে এ এফসি। এছাড়াও ভারতের ক্রমহ্রাসমান রাঙ্কিংকেও এই সিদ্ধান্তের অন্যতম প্রধান কারণ হিসেবেই গণ্য করা হচ্ছে। এশিয়ার সর্বোচ্চ নিয়ামক সংস্থার এই সিদ্ধান্তে স্বভাবতই বেশ ক্ষুব্ধ সবুজ মেরুন।
Mohun Bagan AFC
মোহনবাগানকে শাস্তি, রোনালডোর দলের খেলা সরালো সেই এএফসি
×
Comments :0