সারা ভারত কৃষকসভার দার্জিলিং জেলা কমিটির ডাকে শুক্রবার শিলিগুড়িতে জনগণের ১৩ দফা দাবিতে শিলিগুড়ি মহকুমা পরিষদ অভিযান হয়েছে।
এদিন দুপুরে শিলিগুড়ির গান্ধী মোড়ের (এয়ারভিউ মোড়) পাশে মহানন্দা সেতুর নিচ থেকে গ্রাম ও পাহাড়ের কৃষকদের মহামিছিল শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন কৃষকসভার দার্জিলিং জেলা সভাপতি বি ওয়াতার, সম্পাদক ঝরেন রায়, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিপিআই(এম) দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক, সিআইটিইউ'র দার্জিলিং জেলা সভাপতি মোহন পান্ডা, সম্পাদক গৌতম ঘোষ, তাপস সরকার, মণি থাপা, দিলীপ সিং, নুরুল ইসলাম প্রমুখ।
মিছিল এয়ারভিউ মোড় থেকে শুরু হয়ে হিলকার্ট রোড ধরে হাসপাতাল রোড হয়ে মহকুমা পরিষদের সামনে শেষ হয়। গ্রাম ও পাহাড়ের বিরাট সংখ্যক কৃষকরা মিছিলে অংশ নেয়।
এরপর মহকুমা পরিষদের গেটের সামনেই রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করা হয়।
SILIGURI RALLY
দুর্নীতি-বিভাজন বিরোধী মিছিলে জনস্রোত শিলিগুড়িতে

×
মন্তব্যসমূহ :0