ASHA CONFERENCE

আশা কর্মীদের সম্মেলনে স্বীকৃতির দাবি

জেলা

আশা স্বাস্থ্য কর্মী ইউনিয়নের সম্মেলন উত্তর ২৪ পরগনায়।

বাড়ি বাড়ি জনস্বাস্থ্য পরিষেবা পৌঁছানোর দায়িত্ব তাঁদেরই। কেন্দ্রীয় প্রকল্পের কর্মী তাঁরা। অথচ কর্মীর স্বীকৃতি তাঁদের নেই। নেই সামাজিক সুরক্ষা। আশা প্রকল্পের কর্মীরা স্বীকৃতি আদায় করতে সংগঠিত হচ্ছে দেশের সর্বত্র। রবিবার উত্তর ২৪ পরগনার আশাকর্মীরা সম্মেলন করলেন।  

উত্তর ২৪ পরগনায় পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের প্রথম সম্মেলন হয়েছে এদিন। সম্মেলনে ১০৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন, যার মধ্যে ৯০ শতাংশই পেশায় আশাকর্মী। ছিলেন সংগঠকরাও। 

সম্মেলন উদ্বোধন করেন সিআইটিইউ নেত্রী রমলা চক্রবর্তী। বক্তব্য রাখেন সিআইটিইউ জেলা সম্পাদক গার্গী চ্যাটার্জী, পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের রাজ্য সভাপতি মধুজা সেনরায়, সিআইটিইউ নেতা কমরেড শিবশঙ্কর ঘোষ। 

প্রতিনিধিরা বলেছেন, বঞ্চনা করছে কেন্দ্র ও রাজ্য সরকার। রাস্তার থেকেই দাবি আদায় করতে হবে। মাসে ২৬ হাজার টাকা বেতনের দাবি তুলেছেন তাঁরা। রাজ্য সরকার ‘দুয়ারে প্রকল্প’-র মতো নিজস্ব কর্মসূচি এঁদেরই পাঠিয়ে দেয়। অথচ তাঁদের এ কাজ করার দায়িত্ব নয়। তা বন্ধ করার দাবি জানান আশাকর্মীরা। সম্মেলন থেকে ৩১ জনের জেলা কমিটি গঠিত হয়। সভাপতি পদে গোপা দাশ শর্মা,  সম্পাদক পদে ডলি মিত্র এবং কোষাধ্যক্ষ পদে টুসি দত্ত নির্বাচিত হয়েছেন।

Comments :0

Login to leave a comment