দলেরই মহিলা নেত্রীকে নিগ্রহের অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সহকারীকে আটক করল দিল্লি পুলিশ। অভিযুক্ত বিভব কুমারকে আটক করা হয়েছে মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে। দিল্লির তিস হাজারি আদালতে কুমারের পক্ষে আগাম জামিনের আবেদন জানানো হয়েছে।
কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন ‘আপ’ সাংসদ স্বাতী মালিওয়াল এফআইআর দায়ের করেন। তাঁকে পরপর চড় মারার অভিযোগ জানান মালিওয়াল। আদালতে আগাম জামিনের আবেদন জানিয়ে বিভব কুমারের আইনজীবীরা আবার একটি সিসিটিভি ফুটেজ হাজির করেন। আইনজীবীদের বক্তব্য, মালিওয়াল সোফায় বসেছিলেন। সুরক্ষা কর্মীরা মুখ্যমন্ত্রীর বাসভবনে তাঁকে বেরিয়ে যাওয়ার অনুরোধ জানান। শাসরীরিক নিগ্রহ হয়নি।
ঘটনা ঘিরে প্রবল তৎপর বিজেপি। দিল্লি পুলিশও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। মালিওয়ালকে সুরক্ষা দেওয়ার দাবিতে বিজেপি’র নেতানেত্রীদের অনেককেই সরব হতেও দেখা গিয়েছে। ঘটনা সত্যি হলে ব্যবস্থা নেওয়া উচিত মনে করেও বিভিন্ন অংশ বলছেন, বিজেপি’র নেতা বা সাংসদদের বিরুদ্ধে অভিযোগ উঠলে এই তৎপরতা কোথায় থাকে।
Maliwal assault case
কেজরিওয়ালের সহযোগী আটক, জানালেন আগাম জামিনের আবেদন
×
Comments :0