আরজি কর হাসপাতালের হত্যা-ধর্ষণ কাণ্ডে কেবল সঞ্জয় রায়ের নাম কেন সিবিআই’র চার্জশিটে? দুর্নীতির মাথারা, যারা হত্যায় মদত দিল, সংগঠিত অপরাধ চালালো, তাদের নাম চার্জশিটে নেই কেন?
বুধবার শিয়ালদহ আদালতের সামনে বিক্ষোভ থেকে এই প্রশ্ন ফের ছুঁড়ল ‘অভয়া মঞ্চ’। এই আদালতেই আর জি করে হত্যা-ধর্ষণ মামলার বিচার হচ্ছে। সিবিআই এই মামলায় চার্জশিট দিয়েছে কেবল সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নামে। আন্দোলনরত চিকিৎসক, ডাক্তারি পড়ুয়া থেকে নাগরিকরা বলছেন, কোনও একজনের পক্ষে এতবড় কাণ্ড ঘটানো সম্ভব নয়। সংগঠিত অপরাধ চক্র চলেছে শাসকদল তৃণমূলের মদতে। তারই পরিণাম এই হত্যাকাণ্ড।
এদিন শিয়ালদহে অভয়া মঞ্চ-র পক্ষে চিকিৎসক তমোনাশ চৌধুরী বলেন, পুলিশ সিবিআই যাদের শাস্তি দিতে পারছে না আমরা তাদের শাস্তির ব্যবস্থা করব।
বাংলা হরিশ চ্যাটার্জি রোডের মেয়েকে চায় না। দরকার পড়লে ধর্মতলার মতো অবস্থান হবে ফের।’’
৯ আগস্ট, হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ‘ডিউটি’ ছিল। পরদিন ভোরে হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার রুমে মেলে দেহ। তখন থেকেই তথ্য লোপাটের প্রক্রিয়া শুরু হতে দেখা গিয়েছে। এমনকি সেমিনার রুমের পাশের বাথরুমের দেওয়াল রাতারাতি ভেঙে ফেলা হয় সংস্কারের নামে। এমন মারাত্মক কাজ যারা করল, সিবিআই’র চার্জশিটে তাদের নাম নেই কেন, বিক্ষোভে উঠেছে সে প্রশ্নও।
চিকিৎসক চৌধুরী বলেছেন, ‘‘প্রতিবাদ করলে শাসানো হচ্ছে পাড়ায়। অভিযুক্ত শাসক দল।’’
বিচার প্রক্রিয়া নিয়ে তাঁর প্রশ্ন, ‘‘সঞ্জয় রায় কী একা অপরাধী? যারা মদত দিল তাদের নামে কী হত্যার মামলায় চার্জশিট দেওয়া হয়েছে?
বরং, থ্রেট কালচার-কে স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা চলছে যাতে দুর্নীতি চলতে থাকে। এই আন্দোলন দুর্নীতির বিরুদ্ধে।’’
সোম এবং মঙ্গলবার চিকিৎসকদের যৌথ মঞ্চ ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস’ মেডিক্যাল কাউন্সিলের বিক্ষোভ দেখিয়েছে। ‘থ্রেট কালচার’ এবং হাসপাতালে অপরাধ চক্রের অন্যতম পাণ্ডা বলে পরিচিত অভীক দে-কে ফের মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে যোগ দিতে দেওয়া হয়েছে। বিক্ষোভের জেরে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিতে বাধ্য হয়েছে প্রশাসন।
চিকিৎসক চৌধুরী বলেন, ‘‘পুলিশ দোষীদের আড়াল করেছে। পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই। স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতির মদত দেওয়া স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ চাই।’’
বিচার এবং সিবিআই’র ভূমিকা নিয়ে নভেম্বরেই সল্টলেকে সিজিও কমপ্লেক্সে বিক্ষোভ দেখিয়েছে সিপিআইএম-ও।
ABHAYA MANCHA SEALDAH
মাথাদের নাম কেন নেই চার্জশিটে, শিয়ালদহ আদালতে বিক্ষোভ অভয়া মঞ্চের
×
Comments :0