gold fraud

গহনা তৈরীর নাম প্রতারণা, কৃষ্ণনগর থেকে গ্রেপ্তার অভিযুক্ত

জেলা কলকাতা

বৌবাজার এলাকায় এক স্বর্ণ ব্যাবসায়ীর থেকে সোনা নিয়ে গহনা তৈরী করে দেওয়া নামে প্রতারণা করার অভিযোগ এক বিরুদ্ধে কারিগরের বিরুদ্ধে। মুচিপাড়া থানায় এই মর্মেই অভিযোগ করেন স্বর্ণ ব্যাবসায়ী বিপুল কর্মকার। স্বর্ণ ব্যাবসায়ী বিপুল কর্মকারের অভিযোগ গহনা তৈরীর জন্য সোনা দিয়েছিলেন তিনি। কিন্তু তা ফেরত না দিয়েই কারখানা থেকে উধাও হয়ে যায় সেই কারিগর। অভিযুক্ত কারিগর দিলীপ মোদক কৃষ্ণনগরের ।

অভিযোগ পেয়েই তদন্ত শুর করে কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট। পুলিশ গোপন সূত্রে খবর পায় অভিযুক্ত কৃষ্ণনগর বাসস্ট্যান্ডের কাছে একটি সিনেমা হলে রয়েছেন। খবর পেয়ে স্থানীয় পুলিশের সাহায্য নিয়ে তল্লাশি অভিযান চালায় কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত কারিগরকে। তাঁর কাছ থেকে উদ্ধার করে হয়েছে ৪৪১ গ্রাম সোনা ও নগদ প্রায় ৪৫ হাজার টাকা। একাধিক ধারায় ওই কারিগরের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া চলছে।

Comments :0

Login to leave a comment