ফের ফুটপাত ব্যবসায়ীদের উচ্ছেদ করতে এবার পথে নামলেন স্বয়ং রামপুরহাটের মহকুমা শাসক। অভিযোগ এক হকারের ত্রিপল খোলার বিরুদ্ধে মহকুমা শাসকের বদলির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ফুটপাতের হকাররা। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে রামপুরহাট শহরে।
স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন বিকেল তিনটে নাগাদ স্বয়ং রামপুরহাট মহকুমা শাসক ফুটপাতের এক দোকানির ত্রিপল খুলতে গেলে বিক্ষোভে ফেটে পড়েন ফুটপাতের হকাররা। তাঁরা মহকুমা শাসকের এই আচরনের বিরুদ্ধে শ্লোগান তুলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে রামপুরহাট পৌরপ্রধান মহকুমা শাসকের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নেন। এতে আরও ক্ষিপ্ত উঠে অবরোধকারীরা। তাঁরা দাবি জানান যে অবিলম্বে এই মহকুমা শাসককে বদলী করতে হবে। সেখানে উপস্থিত পৌরসভার সিপিআই(এম) কাউন্সিলর সঞ্জীব মল্লিকের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।
ব্যবসায়ীরা অভিযোগ করে জানান যে মঙ্গলবার রাতে বিদ্যুতের লাইন কেটে প্রশাসন বুলডোজার নিয়ে ফুটপাতের হকার উচ্ছেদে নামে। উৎসবের মুখে আমাদের পেটের ভাত কেড়ে নিতে চাইছে প্রশাসন। ফুটপাত ব্যবসায়ী যৌথ মঞ্চের আন্দোলনের ফলে প্রশাসন পিছু হঠতে বাধ্য হয়। এদিন পৌরসভার সিপিআই(এম) কাউন্সিলর ও যৌথ মঞ্চের নেতা সঞ্জীব মল্লিক জানান, "১৪ মাস থেকে প্রশাসনের সময় হলোনা এদের পুনর্বাসন দিতে? আমরা তো বলেছি পুনর্বাসন হলেই ওরা ফুটপাত ছেড়ে দেবে। কিন্তু কোনও মতেই প্রশাসনের জোর জুলুম মানা যাবেনা।"
protests in Rampurhat
বুলডোজার নিয়ে ফের হকার উচ্ছেদে প্রশাসন, রামপুরহাটে বিক্ষোভের মুখে মহকুমা শাসক

×
মন্তব্যসমূহ :0