Elephant Attack

হাতির আক্রমণে চা শ্রমিকের মৃত্যু

জেলা

শুক্তবার ভোরে চা বাগানে কর্তব্যরত অবস্থায় হাতির আক্রমণে মৃত্যু হল এক চা শ্রমিকের। ঘটনাটি ঘটেছে ভারত–ভুটান সীমান্তবর্তী আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের সংকোশ চা বাগানে। মৃত চা শ্রমিকের নাম আনন্দ মিঞ্জ(৫০)। তাঁর সঙ্গে থাকা অপর শ্রমিক জন খাড়িয়া কোনওক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সংকোশ চা বাগানের ৩০ নম্বর সেকশনে রাত পাহারার দায়িত্বে ছিলেন আনন্দ মিঞ্জ ও জন খাড়িয়া। এদিন ভোরে হঠাৎ একটি বিশাল আকারের মকনা হাতি তাঁদের উপর হামলা চালায়। হাতিটি পা দিয়ে পিষে মারে আনন্দ মিঞ্জকে। ঘটনার পর সঙ্গে সঙ্গে সংকোশ বিট অফিসে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়। বন দপ্তর সূত্রে জানা গেছে, দশ-বারোটি হাতির একটি দল জঙ্গল থেকে বেরিয়ে চা বাগানে ঢুকে পড়েছিল। মৃত শ্রমিকের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে বন দপ্তর। 

Comments :0

Login to leave a comment