বেলা তিনটে পর্যন্ত ৬০.২৬ শতাংশ ভোট পড়ল আসানসোলে। নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্যে ভোটের এই হার জানানো হয়েছে। 
আসানসোল লোকসভা কেন্দ্রের আসানসোল দক্ষিণ বিধানসভায় বেলা তিনটে পর্যন্ত ভোটদানের হার ৫৭.৫০ শতাংশ, আসানসোল উত্তরে ৫৮.৭০ শতাংশ, বারাবনীতে ৬২.৭৫ শতাংশ, জামুরিয়ায় ৬৪.৩৬ শতাংশ, কুলটিতে ৫৪.৭৩ শতাংশ, পাণ্ডবেশ্বরে ৬৩.১২ শতাংশ এবং রানিগঞ্জে ৬২.১৪ শতাংশ। 
আসানসোলে সকাল থেকেই বিভিন্ন বুথে লম্বা লাইন পড়ে ভোটদাতাদের।
ASANSOL VOTER TURNOUT
আসানসোলে ৬০% ছাড়ালো ভোটদানের হার
                                    
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0