আবাস যোজনার তালিকায় বঞ্চিতদের হয়ে সওয়াল করতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছেন সিপিআই(এম) ও কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ও সমর্থকরা। খোদ বিডিও অফিসের অভ্যন্তরে হয়েছে হামলা!
তৃণমূলের উপ-প্রধান ও তাঁর দলবলের আক্রমণের শিকার হয়েছেন বীরভূমের নলহাটি-১ ব্লকের কলিঠা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা ও সদস্যরা। এরই প্রতিবাদে আগামী শুক্রবার ব্লক অফিস অভিযানের ডাক দিয়েছে সিপিআই(এম)।
বুধবার সাংবাদিক সন্মেলন করে সিপিআই(এম) নেতৃবৃন্দ বলেছেন যে খোদ ব্লক অফিসের অভ্যন্তরে হামলা হয়েছে। অভিযুক্ত তৃণমূলের দুষ্কৃতিবাহিনীর পাণ্ডাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। সব গৃহহীনকে বাড়ি দেওয়ার দাবিও উঠবে অভিযানে অভিযান।
গত মঙ্গলবার নলহাটির কলিঠা গ্রাম পঞ্চায়েতের যুগ্ম বিডিও সকল পঞ্চায়েত সদস্যদের নিয়ে বৈঠক ডেকেছিলেন। সেই বৈঠকে তথ্য প্রমান হাতে নিয়ে শাসকদল ও প্রশাসনের কর্মীদের যোগসাজশে তৈরি হওয়া ত্রুটিপূর্ণ তালিকা নিয়ে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেন পঞ্চায়েতের বিরোধী দলনেতা সিপিআই(এম) সদস্য মঈন সেখ। বৈঠক শেষ করে যুগ্ম বিডিও’র কক্ষ থেকে বেরতেই রে-রে করে ওঠে শাসকদলের সদস্যরা। বিরোধী দলনেতা মঈন সেখ সহ অপর দুই বিরোধী সদস্য সাবিনা ইয়াসমিন, আঞ্জুমানারা বিবির পরিজনদের উপর আক্রমণ চালায় তৃণমূলের দলবল।
এদিন সাংবাদিক সম্মেলেন করে সিপিআই(এম) বীরভূম জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সঞ্জীব বর্মণ তুলোধনা করেছেন রাজ্যের সরকার ও প্রশাসনের। তিনি বলেছেন, ‘‘কাটমানি সর্বস্ব রাজ্যে এমন একটা বা দুটো ঘটনা নয়। এসব অভ্যাস নিয়মে পরিণত হয়েছে। খোদ বিডিও অফিসে এমন হামলা দায় বিডিও এড়িয়ে যেতে পারেন না। কারণ পঞ্চায়েতের নির্বাচিত সদস্যের নিরাপত্তার দায়িত্ব তাঁরও। তাই আমরা অবিলম্বে বিডিওকে হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার দাবি জানাচ্ছি। সেই সাথে শুক্রবার এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ব্লক অফিস অভিযান করব। এর শেষ দেখেই ছাড়া হবে।’’ এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে আক্রান্ত বিরোধী দলনেতা মঈন সেখ বলেছেন, ‘‘বিডিও’র কাছে সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা গ্রহণের দাবি জানাবো। কারণ সিসিটিভি ফুটেজ দেখলেই ঘটনা স্পষ্ট দেখা যাবে।’’
সাংবাদিক বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদকমন্ডলীর অপর সদস্য সঞ্জীব মল্লিক।
AWAS NALHATI ATTACK
আবাস বিক্ষোভে তৃণমূলের হামলা, প্রতিবাদে ব্লক দপ্তর অভিযানের ডাক নলহাটিতে
×
Comments :0