BJP

সভাস্থল ভর্তি হয়নি, মঞ্চ থেকে সাম্প্রদায়িক বার্তা বিজেপি নেতার

রাজ্য কলকাতা

২০১৪ সালের পর ২০২৩। ন’বছরের মাথায় ধর্মতলায় সভা করছে বিজেপি। সেই সভা থেকে স্লোগান উঠেছিল ভাগ মুকুল ভাগ। কিন্তু বিধানসভার খাতায় সেই মুকুল এখন বিজেপি বিধায়ক। সেবারের সভায় প্রধান বক্তা ছিলেন তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহ। এবারও তিনিই বক্তা। বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যিনি গতবারের সভার সময় তৃণমূলে ছিলেন।

বিজেপি ’র দাবি, এই সভা ঐতিহাসিক হবে। নির্ধারিত সময় বেলা ১২টা থেকেই শুরু হয় সভার কাজ। কিন্তু সময় গড়ালেও ধর্মতলা চত্বরে সেই ভিড় দেখা যাচ্ছে না। তবে এই সভা থেকে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া বক্তব্য শোনা গিয়েছে বক্তাদের গলায়। বিজেপি নেতা রাজু বিস্তা দাবি করেছেন, উত্তরবঙ্গের জায়গায় জায়গায় মিনি পাকিস্তান গড়ে উঠেছে।

বিজেপি নেতার এই বক্তব্যে রাজ্যে সাম্প্রদায়িক উস্কানি এবং বিভাজনের রাজনীতির স্পষ্ট বার্তা বলে মনে করছেন অনেকে।    

Comments :0

Login to leave a comment