BOOK REVIEW — MUKTADHARA / 15 DECEMBER

বই — কবিতার আলোকে কিছু প্রশ্নোত্তর / সন্দীপ জানা / মুক্তধারা

সাহিত্যের পাতা

BOOK REVIEW  MUKTADHARA  15 DECEMBER

মুক্তধারা

বই

কবিতার আলোকে কিছু প্রশ্নোত্তর

সন্দীপ জানা


জীবনের কিছু প্রশ্নের সদুত্তর খোঁজার তাগিদ নিয়ে একজন কবি তাঁর জিজ্ঞাসা, মনের দ্বন্দ্ব কবিতার আঙ্গিকে সাজিয়ে যখন পাঠকের কাছে তুলে ধরলেন তখন সেই জিজ্ঞাসা, অনুসন্ধান কেবল কবির একার রইল না আর, তা হয়ে উঠল পাঠকেরও, সর্বজনীন। কবি রবীন্দ্রনাথ চক্রবর্তীর  কাব্যগ্রন্থ ‘কবিতার জন্ম কবিতার মৃত্যু’ তেমনই এক সৃষ্টি যেখানে ব্যক্তিজীবনের টানাপোড়েনের পাশাপাশি সামাজিক ও প্রাকৃতিক সংকট ও তার উত্তরণের পথ অনুসন্ধান করেছেন কবি।  “… গভীর স্বপ্ন আবেশে/ পিছনে রয়ে যায় মৃত্যুর হাতছানি/…এমনি করেই হয়তো হয়ে ওঠে/কবিতার জন্ম, কবিতার মৃত্যু।" কিন্তু পাঠক জানেন কবিতার মৃত্যু নেই, তার জন্ম-মৃত্যু বৃত্তান্তের সঠিক হদিস নেই। কিন্তু যখন চারপাশটা মৃত্যু উপত্যকা হয়ে ওঠে “চারপাশে কত মানুষ কত প্রাণ/ প্রহর গুনছে তারা। জ্বলছে হাজার মশাল…নিজের সঙ্গে নিজেই করে চলি লড়াই।" কাব্যগ্রন্থ জুড়ে জীবনের ছোটো বড়ো নানান বাঁকের মুখোমুখি কবি, কবির সুতীক্ষ্ণ প্রশ্নের মুখে সমাজ। সামাজিক অবক্ষয়ের ছবিগুলো প্রশ্ন চিহ্ন হয়ে আর কতদিন ঝুলে থাকবে? “মাথা নত হয়ে আসে/আজও নারীকে দিতে হয় মূল্য!…/ কেন নিতে হয় ধর্ষিতার শংসাপত্র” এই জিজ্ঞাসা গভীর শ্লেষে উঠে এসেছে কবিতায়। কাব্যগ্রন্থের কবিতাগুলোতে সহজ সাবলীল ভাষায় জীবনের গূঢ় অর্থবহ দিকগুলি উঠে আসে যার সাথে পাঠক নিজেকে মেলাতে পারবেন। কবিতাগুলির প্রতি দৃষ্টিভঙ্গি কবির দূর দৃষ্টির স্বাক্ষর বহন করছে। স্মৃতিস্বপ্নে কবি প্রিয় মানুষের কাছে নিজের পরিচয় বাঁচিয়ে রাখার যে আকুতি জানান তা পাঠকের মনে সাড়া জাগায়। “যদি স্মৃতিভ্রংশ হয়ে যাই/ অচেনা কোনো পথিক ভেবে মুখ সরিয়ে কি নেবে? / পুরানোকে কে আর বলো ধরে রাখে?” এক নিদারুণ জিজ্ঞাসা, নিদারুণ সত্যের মুখোমুখি পাঠককে দাঁড় করায়। এভাবেই ‘কবিতার জন্ম কবিতার মৃত্যু’ গ্রন্থের কবিতাগুলি পাঠকের কবিতা হয়ে উঠেছে। তবে ভাষা ও বানান  ব্যবহারে আর একটু যত্নশীল হলে কবিতাগুলি এক অন্য মাত্রায় পৌঁছাতে পারত।

" কবিতার জন্ম কবিতার মৃত্যু"
রবীন্দ্রনাথ চক্রবর্তী
প্রচ্ছদ- ড: মনিতা চট্টোপাধ্যায়
প্রকাশক- দি সী বুক এজেন্সি ( ২০১ এ, মুক্তারামবাবু স্ট্রিট , কলকাতা ৭০০০০৭)
মূল্য- ১৫০ টাকা।

Comments :0

Login to leave a comment