উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রে শুরু হল বাংলা বাঁচাও যাত্রা। রবিবার খলিসানি মালপাড়ায় এই যাত্রার উদ্বোধন হয়। উদ্বোধন করেন সিপিআই(এম) হাওড়া জেলা কমিটির সম্পাদক দিলীপ ঘোষ। বক্তব্য রাখেন সিপিআই(এম) হাওড়া জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সাবিরউদ্দিন মোল্লা, বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। সভা পরিচালনা করে পার্টির জেলা কমিটির সদস্য সুগম ব্যানার্জি। উদ্বোধন করতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, প্রতিষ্ঠান বিরোধী মানুষের ভোট যদি আমরা সংগঠিত করতে পারি তাহলে বিজেপি তৃণমূলকে আমরা হারিয়ে দেবো। এলাকার দাবি, সাধারণ মানুষের দাবি নিয়ে আমাদের জনগণের মধ্যে যেতে হবে। কমরেড জ্যোতি বসু বলেছিলেন, মানুষই ইতিহাস রচনা করতে পারে। মানুষকে বাদ দিয়ে আমরা মিটিং করি, মিছিল করি, যাত্রা করি, যাই করি আমরা বেশি দূরে এগোতে পারবো না। দুই সরকারের বিরুদ্ধে মানুষের যা ক্ষোভ আছে তাকে সঙ্ঘবদ্ধ করতে পারলে আমরা এগোব, আমাদের জয় কেউ আটকাতে পারবেনা। দুই সরকারই যখন ক্ষমতায় আসছিল তখন বলেছিল একবার আমাদেরকে ক্ষমতায় আনো আমরা মানুষের সমস্ত দুঃখ দূর করে দেবো। কিন্তু ক্ষমতায় আসার পর চিত্র কি? দুই সরকারের আমলে বেকারদের হাতে কাজ নেই, কল কারখানা বন্ধ, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, সবক্ষেত্রে দুর্নীতি। আমাদের এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম সংগঠিত করতে হবে।
সব্যসাচীর চ্যাটার্জী বলেন, বাংলা বাঁচাও যাত্রা হচ্ছে, মানুষের দাবিতে মানুষের জন্য। আপনার আমার সবার দাবি নিয়ে এই যাত্রা। নিজেদের দাবি, জ্বালা যন্ত্রণা আছে বলেই আজকে আমরা এখানে জড়ো হয়েছি। সাধারণ মানুষ জ্বালা যন্ত্রণায় হাজারো রকম সমস্যা নিয়ে ভুগছেন। জিনিসপত্রের দাম আকাশছোঁয়া, বেকারদের কাজ নেই। দশ বছরে মানুষের ইনকাম, মজুরি কিছুই বৃদ্ধি পায়নি। অথচ দুই সরকার মানুষের দাবি গুলোকে নিয়ে মিথ্যাচার করছে, মানুষকে বিভ্রান্ত করছে। আমাদের এই দুই সরকারের থেকে মুক্তি পেতে হবে। উদ্বোধনের পর সুসজ্জিত ট্যাবলো সহ বাইক মিছিল উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের একাধিক বুথ পরিক্রমা করে। কিছু কিছু জায়গায় পদযাত্রা হয়। পদযাত্রাটি খলিসানি মালপাড়া থেকে শুরু হয়ে কালিতলা, বেলতলা, পাঁচলা মোড়, ফোর্ট গ্লোস্টার হয়ে নর্থ মিলে কমরেড রাজকুমার মন্ডল ভবনের সামনে গিয়ে শেষ হয়।
Bangla Bachao Yatra
বাংলা বাঁচাও যাত্রা উলুবেড়িয়ায়
×
Comments :0