প্রিতম ঘোষ ও উৎপল মজুমদার
মালদহে পৌঁছালো ‘বাংলা বাঁচাও যাত্রা’। মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর থেকে মালদহে পৌঁছানোর পর নেতৃবৃন্দকে অভিবাদন জানান মালদহের সিপিআই(এম) নেতৃবৃন্দ।
এদিন সকাল থেকেই মালদহে প্রচার চালিয়েছে সিপিআই(এম)। ৩, ৪ ও ৫ ডিসেম্বর মালদহ জেলার বিভিন্ন ব্লকে যাবে ‘বাংলা বাঁচাও যাত্রা’।
মালদহে ঢোকার আগে এদিন দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে জনসভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) রাজ্য সম্পাদকমণ্ডলী সদস্য কল্লোল মজুমদার। তিনি বলেছেন, ‘‘২০১১’র নির্বাচনে পর লাগাতার আক্রমণ, মিথ্যা মামলা, পুলিশকে দিয়ে শাসানি দিয়ে বামপন্থীদের শেষ করে দিতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু সেসবের মুখে পিছু হটে গিয়েও লড়াইয়ে থেকেছে বামপন্থীরা। পশ্চিমবাংলার মাটি থেকে বামপন্থীদের উপড়ে ফেলা যাবে না।’’
মজুমদার বলেছেন, ‘‘জনতার কথা শুনছি আমরা। আমাদের কথা বলছি জনতাকে। তার জন্যই এই কর্মসূচি। ছোট-বড় জনসভাই কেবল নয়। চলছে বিভিন্ন এলাকায় মতবিনিময়।’’
এদিকে এদিন সকালে মালদহে সিপিআই(এম) জেলা দপ্তর মিহির দাস ভবনে এক সাংবাদিক বৈঠকে জেলার তিন দিনের কর্মসূচি তুলে ধরেন জেলা সম্পাদক কৌশিক মিশ্র। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য জমিল ফিরদৌস ও জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অম্বর মিত্র।
কৌশিক মিশ্র জেলার কর্মসূচি তুলে ধরে বলেন বুধবার সকালে হরিশ্চন্দ্রপুর-২ লকের সাদিক থেকে যাত্রা শুরু হয়ে ভালুকা বাজার, করিয়া দিলেন বাজার, দৌলতপুর হয়ে সভা হবে হরিশ্চন্দ্রপুর শহীদ মোড়ে সমাবেশ হবে। এরপর তুলসীপাতা ও কুশিদাতে হবে পদযাত্রা। বিকালে বিষ্টুপুর হয়ে চাঁচলে এসে মশালমিছিল ও সভা হবে। পরে হবে পরিযায়ী শ্রমিকদের সাথে সভা।
৪ঠা ডিসেম্বর যাত্রা শুরু ঢ়হবে মালতিপুর থেকে। তা রতুয়া ২ ব্লকের বিভিন্ন এলাকা ঘুরে গাজোল ঢুকবে। এবং তা ওল্ড মালদহ ব্লক হয়ে মালদহ শহরে ঢুকবে এবং বিভিন্ন পথ পরিক্রমা করে রথবাড়িতে শেষ হবে ও সেখানে হবে সভা এবং বস্তিবাসীদের সাথে সভা। চলার পথে রতুয়া ১ এবং বামনগোলা, হবিবপুর ব্লক থেকে জানা এসে যুক্ত হবে। এছাড়াও কালিয়াচক ১,২, ৩ ব্লকের পদ যাত্রীরা এসে কালিয়াকের চৌরঙ্গী মোড়ে মিলিত হবে। সভা হবে। শেষদিন শহর থেকে যাত্রা শুরু হয়ে ইংরেজবাজার ব্লকের বিভিন্ন এলাকা ঘুরে মানিকচকে ঢুকবে। এখানকার বিভিন্ন এলাকা ঘুরে তা শেষ হবে ভুতনীর উত্তর চণ্ডীপুর। এখানে হবে সভা। সভা শেষে ভাঙন কবলিত এলাকার মানুষ ও ছাত্রছাত্রীদের সমস্যা নিয়ে আলোচনা।
মহিলাদের নিরাপত্তা, স্কুল, ভোটাধিকার রক্ষা, গণতন্ত্র রক্ষা থেকে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র বাঁচানো, লুট ঠেকানোর দাবিতে জেলায় চলবে পদযাত্রা। স্থানীয় দাবি যেমন সীমান্ত সমস্যা, নদী ভাঙন ও বন্যার সমস্যা নিয়ে এই যাত্রা কর্মসূচি পালিত হবে।
এদিনই মালদহে এসেছেন বিধানসভার বিরোধী দলনেতা। অন্যদিকে মুখ্যমন্ত্রীও মালদহে আসছেন বুধবার। গাজোলে সভা করবেন।
কৌশিক মিশ্র বলেন, সামনে ছাব্বিশের নির্বাচন। বামফ্রন্টকে আটকাতে দুই দল নানান্য প্রতিশ্রুতি দিয়ে ঠকানোর চেষ্টা করবে। মালদহের আইনশৃঙ্খলা চরম সংকটে। শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্ব পরিস্থিতির আরও অবনতি ঘটিয়েছে।
Comments :0