U-19 Bangladesh

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জিতল বাংলাদেশ

খেলা

ভারতকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ট্রফি ঘরে তুলল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ১৯৮ রান করেছিল হাকিম তামিমের দল। ব্যাটিংয়ে শিহাব জেমস ( ৪০ ) ও রিজান হোসেন ( ৪৭ ) সর্বোচ্চ করেন। অধিনায়ক হাকিম করেন ১৬ রান । ভারতের পক্ষে চেতন শর্মা ও যুথাজিৎ দুটি করে উইকেট নেন । দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৯৮ রানের লক্ষ্যপূরণে ব্যার্থ হয় মহম্মদ আমানের দল । আন্দ্রে সিদ্ধার্থ ( ২০  ) ও কার্তিকেয় ( ২১ )  রান করেন । অধিনায়ক আমান করেন ২৬ রান। ইকবাল হাসান ইমন মোট ৩ টি উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন। প্রতিযোগিতার সেরাও হন তিনি।

Comments :0

Login to leave a comment