এক হবু পাইলটের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো গিরিশ পার্ক এলাকায়। বৃহস্পতিবার সকালে ওই এলাকার একটি বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ২১ বছর বয়সী মৃত পাইলটের নাম সৌম্যদিত্য কুনডু। দক্ষিণ আফ্রিকায় পাইলটের প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি। কয়েকদিন আগেই বাড়ি ফিরেছিলেন তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকাল ৪ টে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে রাতে আর বাড়ি ফেরেনি ওই তরুণ। বাড়ির তরফে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তবে তার সাথে যোগাযোগ করা যায়নি । তারপরই ওই তরুণের এক বন্ধুর সাহায্যে লোকেশন ট্র্যাক করানো হয়। সেই সূত্রেই জানা যায়, গিরিশ পার্কে তাদেরই একটি পৈতৃক বাড়িতেই গিয়াছেন ওই তরুণ। সেখান থেকেই হবু পাইলটের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য পাঠায়। পাশাপাশি, ওই ঘর থেকে একটি ট্যাব উদ্ধার করে পুলিশ। তাৎপর্য পূর্ণ ভাবে ওই ট্যাবের পিছনে "লস্ট " শব্দটি লেখা ছিল। ঠিক কি কারণে শব্দটি লেখা হয়েছে, গোটা ঘটনার তদন্ত চালানোর পাশাপাশি এই বিষয়টি ও বিশেষভাবে খতিয়ে দেখছে পুলিশ।
Comments :0