Buddhadev Bhattacharya

পালন করেছেন যে দায়িত্ব দিয়েছে পার্টি: বুদ্ধদেব স্মরণে বিমান বসু

রাজ্য

শুক্রবার মুজফফর আহমেদ ভবনে বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভা

কমিউনিস্ট হিসেবে যখন যে দায়িত্ব পার্টি দিয়েছে পালন করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। ভুল স্বীকার করেছেন। তাঁর জীবন থেকে এই শিক্ষা নিতে হবে।
শুক্রবার বুদ্ধদেব ভট্টাচার্যের প্রথম প্রয়াণ বার্ষিকীতে স্মরণ অনুষ্ঠানে একথা বলেছেন সিপিআই(এম)’র প্রবীণ নেতা বিমান বসু। 
মুজফ্‌ফর আহ্‌মদ ভবনে আবদুল হালিম সভাকক্ষে স্মরণ অনুষ্ঠান পরিচালনা করেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ছিলেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, নীলোৎপল বসু, প্রবীণ সিপিআই(এম) নেতা সূর্য মিশ্র। 
বিমান বসু বলেন, আজ এক বছর প্রয়াণের। তাঁর জীবন এবং কাজের সঙ্গে বিস্তৃত ইতিহাস জড়িয়ে রয়েছে। একজন কমিউনিস্ট হিসেবে যখন যে দায়িত্ব বর্তেছে তিনি যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
যুবদেব সংগঠিত করার মধ্যে দিয়ে গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
গণআন্দোলনকে বিকশিত করতে জীবনের বেশি সময় ব্যয় করেছেন। বামফ্রন্ট সরকার যখন গড়ে ওঠে। প্রথম তথ্য ও জনসংযোগ দপ্তর ছিল। পরে নাম পরিবর্তন হয় তথ্য ও সংস্কৃতি দপ্তর। পরে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
যখন যে দায়িত্ব পার্টি দিয়েছে তিনি পালন করেছেন। ভুল স্বীকার করতেন। যাঁরা এখন গণআন্দোলন বিকাশের লক্ষ্যে পথ চলছেন তাঁদের এই শিক্ষা মান্য করে চলা উচিত। যখন যে দায়িত্ব পড়বে কাজ করা উচিত। জনসংযোগ বৃদ্ধি না করলে, আন্দোলন সংগ্রামের মাঠ বড় না হয় তা’হলে অসুবিধা হয়। আবেদন, এখন যারা পার্টি করছেন সকলের অনুসরণ করা উচিত।
সকালে তাঁর বাড়ি গিয়েছিলেন মহম্মদ সেলিম, বিমান বসু সহ পার্টি নেতৃবৃন্দ। তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছেন। 
মীরা ভট্টাচার্য আসতে পারেননি কারণ সকাল থেকে বহু জন এসেছেন বাড়িতে। 
বাইশে শ্রাবণে এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গান গেয়েছেন শতরূপা মুখার্জি, শুভপ্রসাদ নন্দী চৌধুরী। গানে এবং কথায় চলছে স্মরণ অনুষ্ঠান।

Comments :0

Login to leave a comment