মুখ্যমন্ত্রীর বক্তব্যে উৎসাহিত হবে থ্রেট কালচারে জড়িতরা। ধর্মতলায় অনশন মঞ্চে এই আশঙ্কা জানালেন চিকিৎসক আন্দোলনের নেতা ডা. উৎপল ব্যানার্জি।
সোমবার সন্ধ্যায় নবান্নে শেষ হয়েছে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। ধর্মতলায় অনশন মঞ্চে স্লোগান উঠেছে, ‘তোমার চা তুমি খাও/ তিলোত্তমার বিচার দাও’। ‘বিচার তোমায় দিতেই হবে/ নইলে গদি ছাড়তে হবে’।
নবান্ন থেকে এখানেই পৌঁছানোর কথা জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদলের। এখানে রয়েছেন আন্দোলনের সমর্থনে থাকা বহু নাগরিক। এক বৃদ্ধা এসেছেন হুইল চেয়ারে।
নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যক্ষদের দায়ী করেন কার্যত থ্রেট কালচারে জড়িতদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার জন্য। আন্দোলনের চাপে আরজি কর হাসপাতালে অভিযুক্ত ৪৬ জনকে বহিষ্কার করে নতুন দায়িত্ব প্রাপ্ত অধ্যক্ষের নেতৃত্বধীন কর্তৃপক্ষ। তাতেও ঊষ্মা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অধ্যক্ষরা নিজেরা এমন সিদ্ধান্ত নেন কী করে সে প্রশ্ন তুলেছেন।
জুনিয়র চিকিৎসকদের কয়েকজন যদিও বৈঠকে মুখ্যমন্ত্রীকে বলেছেন যে এই সিদ্ধান্তে তাঁরা অনেক বেশি নিরাপদ মনে করছেন। আর যাতে কোনও ‘অভয়া’-কে নিহত হতে না হয় তার জন্য এমন সিদ্ধান্তের প্রয়োজন ছিল।
মঙ্গলবার বিকেলে বৈঠকে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের রাজ্য প্রশাসন পাঠাবে বলে বলা হয়েছে।
জুনিয়র চিকিৎসকরা বারবারই প্রশ্ন তুলেছে রাজ্যের ঘোষিত মেডিক্যাল কলেজ স্তরে সব অংশকে নিয়ে গড়া কমিটির সত্যতা নিয়ে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি মুখ্যসচিবকেও তাঁরা বলেছেন এই কমিটিতে কারা কিভাবে জায়গা পেল তা একেবারেই অস্পষ্ট। কোনও সরকারি বিজ্ঞপ্তি নেই।
সোমবারই দিল্লিতে দেশের সব জুনিয়র চিকিৎসক সংগঠনের যৌথ সাংবাদিক সম্মেলন হয়। ছিলেন এ রাজ্যের জুনিয়র চিকিৎসকরা। প্রেস ক্লাবেই তাঁরা বলেছেন যে রাজ্য সরকার যেসব কমিটি গড়ে দেওয়ার ঘোষণা করছে তার সদস্যরা নিজেরাও জানেন না কখন কিভাবে কোন কমিটির সদস্য হচ্ছেন।
নবান্নের বৈঠকে রাজ্য স্তরের টাস্ক ফোর্স গঠনের প্রক্রিয়া নিয়েও অমত জানান জুনিয়র চিকিৎসকরা। তাঁরা বলেছেন, এই টাস্ক ফোর্সের বিভিন্ন অংশের প্রতিনিধি রাখার ওপর জোর দেন তাঁরা। তা না হলে সমস্যা নির্দিষ্ট করা যাবে না।
মুখ্যমন্ত্রী এদিন থ্রেট কালচার, দুর্নীতি, প্রসঙ্গে বারবার দাবি করেন তাঁকে বা প্রশাসনের শীর্ষ স্তরে জানানো হয়নি। এই বক্তব্য খারিজ হয়ে যাচ্ছে রবিবার সিনিয়র চিকিৎসকদের পাঠানো চিঠিতে।
রবিবার মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে সিনিয়র চিকিৎসকদের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস দেখিয়েছিল আর জি কর হাসপাতাল সহ বিভিন্ন ক্ষেত্রে তাঁরা বারবার কী কী অভিযোগ জানিয়েছেন। তথ্যের অধিকার আইনে প্রশ্নের জবাব নথি হিসেবেও দিয়েছেন তাঁরা।
Dr. Utpal Banerjee
মুখ্যমন্ত্রীর বক্তব্যে উৎসাহ পাবে থ্রেট কালচার: ডা. উৎপল ব্যানার্জি (ভিডিও)
×
Comments :0