POLIT BUREAU

গণতন্ত্রের ওপর আক্রমণের জবাব কাশ্মীরে, বলল পলিট ব্যুরো

জাতীয়

দুই রাজ্যে ফলাফল দু’রকম। জম্মু ও কাশ্মীরে জনতার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে খর্ব করেছে বিজেপি এবং কেন্দ্রে তাদের সরকার। তার বিরুদ্ধে সুস্পষ্ট জবাব দিয়েছে জম্মু ও কাশ্মীরের জনতা। হরিয়ানায় খুব সামান্য ব্যবধানে আসনের গরিষ্ঠতা রাখতে পেরেছে। হরিয়ানায় অপ্রত্যাশিত ফল ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে মূল্যবান শিক্ষা নেওয়ার সুযোগ করে দিয়েছে।
দুই রাজ্যের ফলাফল প্রসঙ্গে এই মর্মে মত জানালো সিপিআই(এম) পলিট ব্যুরো। 
জম্মু ও কাশ্মীরে তিন দফায় ভোট হয়েছে। হরিয়ানায় ভোট হয়েছে এক ধপায়। দু’রাজ্যেই ৯০টি করে আসন বিধানসভায়। জম্মু ও কাশ্মীরে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স আসন সমঝোতা করে ভোট লড়েছে। স্বস্তিদায়ক গরিষ্ঠতাও পেয়েছে। পলিট ব্যুরো বলেছে, এ রাজ্যে গত ৬ বছর কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী শাসন চলেছে।
কিন্তু হরিয়ানায় বিজেপি-কে হারাতে অসমর্থ হয়েছে কংগ্রেস। সামান্য আসনের ব্যবধানে হলেও সরকার গড়ার মতো গরিষ্ঠতা বিজেপি পেয়েছে। পলিট ব্যুরো মনে করিয়েছে যে কংগ্রেস এবং বিজেপি’র ভোট পার্থক্য মাত্র ০.৬ শতাংশ।
জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা জারি, পূর্ণ রাজ্যকে ভেঙে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল করা এবং কারচুপিতে চালানো আসন পুনর্বিন্যাস করে জনতার গণতান্ত্রিক আকাঙ্ক্ষার ওপর ধারাবাহিক আক্রমণ চালিয়েছে বিজেপি। নির্বাচনে তার বিরুদ্ধে জনমত স্পষ্ট, মত পলিট ব্যুরোর। 
হরিয়ানা প্রসঙ্গে পলিট ব্যুরো বলেছে, বিজেপি’র সাফল্যের পিছনে রয়েছে অতিক্ষুদ্র জাতভিত্তিক সমীকরণ কাজে লাগানো এবং নীরবে সাম্প্রদায়িক প্রচার চালানো। কংগ্রেসকে এর পাশাপাশি অন্য বিষয়গুলিও পর্যালোচনা করতে হবে।

Comments :0

Login to leave a comment