মুখ্যমন্ত্রীর বাসভবন বন্ধ করে অতিশীর জিনিসপত্র বের করে দেওয়ার কড়া নিন্দা করল সিপিআই(এম)।
রবিবার এক বিবৃতিতে সিপিআইএম দিল্লি রাজ্য কমিটি বলেছে, দিল্লির উপরাজ্যপাল বিনয় সাকসেনা বিজেপির দলীয় নির্দেশ কার্যকর করে চলেছেন। বিরোধীদের হেনস্তা করে চলেছেন। একটি নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রীকে এভাবে হেনস্থা করার নজির দেশে খুব কমই রয়েছে। দিল্লির জনতা এই অন্যায় মেনে নেবেন না।
শনিবার আম আদমি পার্টি অভিযোগ করে যে অতিশীর জিনিসপত্র বের করে দিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবন বন্ধ করে দেওয়া হয়েছে। উল্লেখ্য জেল থেকে বেরোনোর পর মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী পদে আসীন হন অতিশী।
উপরাজ্যপালের দপ্তর সূত্রে জানা গিয়েছে এখনো পর্যন্ত সরকারিভাবে অতিথি মুখ্যমন্ত্রীর বাসভবন বরাদ্দ করা হয়নি। বিধায়ক হিসেবে তার বরাদ্দ বাসভবন রয়েছে। তার আগেই তিনি মুখ্যমন্ত্রীর বাসভবনে চলে এসেছিলেন। রাজ্যপালের দাবি, অতিশী নিজেই জিনিসপত্র বের করে নিয়ে বাসভবন তালা বন্ধ করে দিয়েছেন।
Atishi Delhi
অতিশীকে বের করে মুখ্যমন্ত্রীর বাসভবন বন্ধের নিন্দা সিপিআই(এম)’র
×
Comments :0