সংখ্যালঘুদের ওপর আক্রমণ বন্ধ হোক। বৃহস্পতিবার এই দাবিতে মানিকচক ব্লকের মথুরাপুরে বিক্ষোভ মিছিল ও সভা করেছে সিপিআই(এম)।
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের খবর আসছে। দু’দেশের মধ্যে কূটনৈতিক স্তরে বাংলাদেশের কাছে সে বিষয়ে সরব হওয়ার দাবি তুলেছে সিপিআই(এম)। সেই সঙ্গে দেশের মধ্যে বিজেপি-আরএসএস যেভাবে সংখ্যালঘুদের আক্রমণের লক্ষ্যবস্তু বানাচ্ছে, প্রতিবাদ জানানো হয়েছে তারও। মসজিদ মসজিদে সমীক্ষার নামে উত্তেজনা আরও বাড়ানো হচ্ছে।
এদিন মানিকচকে মিছিল এবং পথসভায় সর্বত্র সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ করার দাবি জানানো হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন সিপিআই(এম) নেতা দেবজ্যোতি সিনহা, শ্যামল বসাক ও আমিরুল হক। মিছিল শেষে মথুরাপুর স্ট্যান্ডে পথসভা হয়েছে।
Manikchak Michhil
সংখ্যালঘুদের ওপর আক্রমণ বন্ধ হোক, স্লোগান মানিকচকের মিছিলে
×
Comments :0