Chapra Government College

এবার অধ্যক্ষকে মারধর চাপড়ায়, অধরা অভিযুক্ত

রাজ্য জেলা

নদীয়ার চাপড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষকে মারধরের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গিয়েছে ওই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শুভাশীষ পাণ্ডা পরিবেশ সচেতনতার উদ্দেশ্যে কলেজের আশেপাশের বিভিন্ন গ্রামে সচেতনতামূলক পোস্টার লাগিয়েছিলেন। তিনি জানতে পারেন কলেজ থেকে কিছুটা দূরে রাজীবপুর গ্রামের সেই পোস্টার কে বা কারা ভেঙে দিয়েছে। খবর পেয়ে তিনি সেখানে যান। অভিযোগ সেই সময় অজয় ঘোষ নামে স্থানীয় এক ব্যক্তি তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন ও মারধর করেন। তার সহকারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপর তিনি চাপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্ত প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাঁকে গ্রেফতার করেনি। যদিও অভিযুক্তের দাবি তিনি মদ্যপ অবস্থায় এমন ঘটনা ঘটিয়েছেন। এর জন্য ক্ষমাপ্রার্থী তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধ্যক্ষ বলেন, বুধবার তিনি নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে ওই ভাঙা বোর্ডের একটিকে মেরামত করতে গিয়েছিলেন। সেখানেই অভিযুক্ত তাঁকে গিয়ে জিজ্ঞাসা করেন,  কার অনুমতি নিয়ে তিনি এই বোর্ড লাগিয়েছিলেন। এরপরেই আচমকা তাঁকে মারধর করতে থাকেন। তাকে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তারপর অভিযুক্তের বিরুদ্ধে চাপড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
অধ্যক্ষকে মারধর প্রসঙ্গে স্থানীয় সিপিআই(এম) নেতৃত্ব বলেন, ‘‘অভিযুক্ত অজয় ঘোষ এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলে জানা গেছে। অভিযুক্ত এলাকায় জোরপূর্বক সরকারি জমি দখল করার চেষ্টা করছে। স্থানীয় মানুষেরও ক্ষোভ রয়েছে অভিযুক্তের উপরে। এই ধরণের কর্মীরা তৃণমূলের রত্ন। এরাই নেতৃত্বের কাছ থেকে শিখেছে শিক্ষকদের মারধর করতে হয়। অভিযুক্তের ভাই চাপড়া হাটখোলা গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ায় পুলিশ এখনও অভিযুক্তকে গ্রেপ্তার করেনি।’’

Comments :0

Login to leave a comment