FENGAL CHENNAI

আছড়ে পড়ছে ঘূর্ণিঝড়, প্রবল বৃষ্টিতে চেন্নাই জলমগ্ন

জাতীয়

শনিবার বিকেলে তামিলনাড়ু ও পুদুচেরির সমুদ্র উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘ফেনজল’ এমনটাই জানিয়েছে মৌসম ভবন। 
স্থলভাগে প্রবেশ করার সময় ঘূর্ণিঝড়ের ফলে হাওয়ার সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত। ইতিমধ্যেই তামিলনাড়ু এবং পুদুচেরির উপকূলে লাল সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ, অফিস।
ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার ভোর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হল হালকা থেকে মাঝারি বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবারও রাজ্যের উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি শুরু হয়। এদিন দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ম তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৭ ডিগ্রি ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। 
হাওয়া অফিস জানিয়োছে ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে প্রথমে গভীর নিম্নচাপ ও পরে সাধারণ নিম্নচাপে পরিণত হবে শনিবার সন্ধের মধ্যেই।  ইতিমধ্যেই কর্নাটক ও তামিলনাড়ুতে বিপুল বৃষ্টি শুরু হয়েছে। চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, কাল্লাকুরিচি, কাড্ডালোর জেলা এবং পুদুচেরিতে প্রবল বর্ষণের সম্ভবনা হাথায় ওই অঞ্চলগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে।
ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিতে জলমগ্ন চেন্নাইয়ের একাধিক এলাকা। ব্যাহত বিমান পরিষেবা। বিঘ্নিত হচ্ছে ট্রেন চলাচলও। ঘূর্ণিঝড়ের প্রভাবে পদুচেরিতে উত্তাল রয়েছে সমুদ্র। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে। এদিন সকাল থেকে সূর্যের মুখ দেখা যায়নি। শেষ  পাওয়া খবরে জানা গেছে  উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ফেনজল। 
ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা  স্বাভাবিকের চেয়ে যা ৪.৫ ডিগ্রি বেশি। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে বলে এদিন হাওয়া অফিস জানিয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে বাংলায় উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া রাজ্যে ঢুকতে বাধা পাচ্ছে। সঙ্গে হু হু করে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। এর ফলেই রবিবার পর্যন্ত কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকতে পারে। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ৬ জেলায়। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ প

Comments :0

Login to leave a comment