DA Supreme Court

হলো না ডিএ মামলার শুনানি

জাতীয় রাজ্য

সোমবার সুপ্রিম কোর্টে হলো না ডিএ মামলার শুনানি। নতুন শুনানির তারিখ ফের আদালতের পক্ষ থেকে দেওয়া হবে বলে জানা গিয়েছে। 

২০২২ সালের মে মাসে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ৩১ শতাংশ ডিএ দিতে হবে সরকারকে। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। ওই বছর ৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টে প্রথম মামলাটি ওঠে। তারপর ১৪ ডিসেম্বর বিচারপতি দীপঙ্কর দত্ত মামলা থেকে সড়ে দাঁড়ান।
এর মধ্যে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে একাধিক বার রাস্তায় নেমে আন্দোলন করেছেন সরকার কর্মীরা। আদালতের নির্দেশে মুখ্যমন্ত্রীর পাড়ায় মিছিলও করেছেন তাঁরা। তাঁদের এই আন্দোলনকে বার বার কটাক্ষ করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে কিন্তু সরকারি কর্মীরা কখনও দমে যাননি।

চার মাস পর এদিন মামলার শুনানি হওয়ার কথা থাকলে তা হলো না। রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে দ্রুত শুনানির আর্জি জানানো হয় এদিন। উল্টে রাজ্যের দাবি, এই মামলার নাকি দীর্ঘ শুনানির প্রয়োজন। 

Comments :0

Login to leave a comment