DHUSARBELA — MANISH DEB / MUKTADHARA — 3 DECEMBER

ধূসরবেলা / পথ — মনীষ দেব / মুক্তধারা

সাহিত্যের পাতা

DHUSARBELA    MANISH DEB  MUKTADHARA    3 DECEMBER

মুক্তধারা

ধূসরবেলা

পথ 
মনীষ দেব

যে, আকাশ ছুঁতে — পাহাড় ডিঙবে বলে — ধুলো মাখা পা'য় হাটছে পথ, সেই ধূসর রাঙা পথের ধূসরবেলায় চলো হেটে আসি কিছু পথ। যে পথে কাঠ কুটো নিয়ে ফেরে শিউলি সোরেন জঙ্গল পেরিয়ে। যে পথের ধারে বর্গাদার বুধাই বাগদী নিড়ান দেয় পরের জমিতে, আগাছার মতো। পরগাছার মতো ফসল কাটে নবান্নের মাঠে রক্তমাখা তেভাগার প্রান্তরে — সে পথেই থাক তোমার আমার পায়ের ছাপ অনাহূতের মতো।

যে পথ গিয়েছে বেঁকে কাকদীপের অহল্যার চিতার আগুন ছুঁয়ে — সে পথে প্রসব হোক — আগামীর রক্ত ঘামের বীজ। এখনও সে পথের বাঁকে, যে বেঁচে — কলাই শাক, কলাই-এর ডাল, কলাই-এর বড়ি, জীবনের মূল্য নেই তার কানাকাড়ি । চন্দনপিঁড়ির মা, তুমি কী ছুটছো পথে, ধরতে ভোরের ট্রেন বেঁচবে রক্ত ঘাম — এই শহর ফাঁদ পেতে আছে, তোমার ঘামের মজুরীতে ভাগ বসাবে — তোমার রক্তে ভেজা মুনাফা ওর পুঁজি। চলো তোমার মেহনতের পথ ধরে হেটে আসি আরও কিছু পথ — শুধু তোমাকে ছুঁতে বার বার।

শহীদের লাশ বয়েছে যে পথ — সে পথ রক্তে রাঙা। সে পথের ধূলি আকাশে উড়ুক — স্লোগানে মিলুক গলা। সে ধূলি মেখেই হাটছি পথ — পথেই হবে দেখা।

 

Comments :0

Login to leave a comment