গত ২৪ ঘন্টায় গুজরাট জুড়ে গারবা অনুষ্ঠানে কমপক্ষে ১০ জন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। যে ১০ জনের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার মধ্যে সবচেয়ে কম বয়সি হল ১৭ বছরের এক কিশোর।
এই মার্মান্তিক ঘটনা ঘটেছে খেদা জেলার কাপদভঞ্জ শহরে, যেখানে ১৭ বছর বয়সী বীর শাহ গারবা নাচের সময় হঠাৎ অসুস্থ বোধ করে। তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
জানা গিয়েছে, অ্যাম্বুল্যান্স এমার্জেন্সি সার্ভিসে ৫০০টির বেশি ফোন আসে। তারপর গুজরাট প্রশাসনের তরফে রাজ্যের সমস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলিকেও তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়। আয়োজকদের নিরাপত্তার জন্য অনুষ্ঠানস্থলে অ্যাম্বুল্যান্স এবং চিকিৎসকের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গুজরাটে নবরাত্রি উৎসব পালন করতে গিয়ে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১০ জনের। গারবা অনুষ্ঠানে নাচ গান চলাকালীন আহমেদাবাদ, নভসারি এবং রাজকোটেও মৃত্যু ও অসুস্থ হওয়ার খবর পাওয়া গিয়েছে।
Comments :0