Bus Accident Krishnanagar

কৃষ্ণনগরে মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যু মহিলার, আহত ৫

জেলা

কাঠালিয়া মেইন রোডে দুই বাসের রেষারেষির জেরে প্রাণঘাতী দুর্ঘটনা হয়েছে। মৃত্যু হয়েছে এক মহিলার। রবিবার এই দুর্ঘটনায় আহত আরও ১৪-১৫ জন যাত্রী। 
কৃষ্ণনগরের পুলিশ জানাচ্ছে যে এদিন কাঠালিয়া মেইন রোডে একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। ওভারটেক করতে গিয়ে বাসটি অন্য বাসকে ধাক্কা দেয়। ফলে সামনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে সজোরে ধাক্কা দেয়। 
মৃত মহিলার নাম বাসন্তী মণ্ডল। তিনি করিমপুরের বাসিন্দা। গুরুতর আহত ৫ যাত্রীকে চিকিৎসার জন্য কৃষ্ণনগর হাসপাতালে পাঠানো হয়। বাকি আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। করিমপুর থানায় দায়ের হয়েছে অভিযোগ। মৃত বাসন্তী মণ্ডলের দেহ ময়না তদন্তের জন্য কৃষ্ণনগর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments :0

Login to leave a comment