LADAKH DETAINED DELHI POLICE

লাদাখের পদযাত্রীদের আটকে দিল দিল্লি পুলিশ, ধিক্কার

জাতীয়

পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের ছবি সংগ্রহ থেকে।

লাদাখে গণতন্ত্রের দাবি তুলেছিলেন পদযাত্রীরা। কেন্দ্রীয় শাসন তুলে সংবিধানের ষষ্ঠ তপসিলে আনার দাবি তুলেছিলেন আদিবাসী প্রধান এই এলাকাকে। পরিবেশ আন্দোলনের কর্মী সোনম ওয়াংচুক এবং তাঁর সহযোগী এই পদযাত্রীদের দিল্লিতে ঢুকতে দিল না পুলিশ।
লাদাখের পরিবেশ আন্দোলন এবং গণতন্ত্রের দাবি তোলা পদযাত্রীদের আটকানোয় প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন অংশ। সিপিআই(এম) দিল্লি রাজ্য কমিটি বলেছে, গত মাসেই কুখ্যাত কপিল মিশ্র এবং বিশ্ব হিন্দু পরিষদকে মানডি হাউসের সামনে ঘৃণা ভাষণ দিতে দিয়েছে দিল্লি পুলিশ। আর গণতান্ত্রিক পথে গণতন্ত্রের দাবি জানানো পদযাত্রীদের আটক করে রাখা হলো। 
২০১৯’র ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরকে ভেঙে দুই কেন্দ্র শাসিত অঞ্চল করা হয়। কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন দীর্ঘদিন ধরেই চলছে লাদাখে। 
পরিবেশ আন্দোলনের কর্মী সোনম ওয়াংচুকের নেতৃত্বে আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি তুলে চলছে পদযাত্রা। কেন্দ্র নিয়ন্ত্রিত প্রশাসন যে কায়দায় উন্নয়ন করছে তাতে স্থানীয়রা বিপন্ন, পরিবেশ বিপন্ন, বলছেন তাঁরা। ২ অক্টোবর মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মবার্ষিকীতে দিল্লিতে অবস্থান করার কথা ছিল সুদূর লাদাখ থেকে আসা এই পদযাত্রীদের।
কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতেও কড়া নিন্দা করেছেন কেন্দ্রের বিজেপি সরকারের। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর এত ভয় যে মাত্র দেড়শো পদযাত্রীকে দিল্লিতে আসতে দেওয়া গেল না

Comments :0

Login to leave a comment