Dhaka Airport Fire

ঢাকা বিমানবন্দরে অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক

মীর আফরোজ জামান: ঢাকা

বাংলাদেশের রাজধানী ঢাকার  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে বিমান ওঠানামা স্বাভাবিক রয়েছে। স্থানীয় সময় শনিবার দুপুর আড়াইটা নাগাদ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছে দমকল বিভাগের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে দমকলের ৪টি ইঞ্জিন কাজ করছে। ঘটনাস্থলে যাচ্ছে আরও কয়েকটি ইঞ্জিন।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো সেকশনের পাশে একটি অংশে আগুন লেগেছে। দমকল বিভাগ, বাংলাদেশ বিমানবাহিনী এবং বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত অন্য আধিকারিকরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন। বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।
দমকল মিডিয়া সেলের আধিকারিক তালহা বিন জসিম বলেন, শনিবার দুপুরে বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো সেকশনে আগুন লাগে। খবর পেয়ে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সব বিমান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং সবাইকে নিরাপদ ও সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য ,বাংলাদেশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চলেছে। রাজধানী ঢাকার মিরপুরের পর চট্টগ্রাম ইপিজেডে গার্মেন্টসে আগুনের ঘটনা ঘটে এতে প্রায় ছয় শতাধিক শ্রমিক সম্পূর্ণরূপে বেকার হয়ে গেছে।

Comments :0

Login to leave a comment