কিছুদিন আগেই লিভারপুল ও পর্তুগালের হয়ে জিতেছিলেন প্রিমিয়ার লিগ ও নেশনস লিগ। সেরেছিলেন নিজের বিয়েও। তবে বৃহস্পতিবারের একটা দুর্ঘটনাই প্রাণ কেড়ে নিল দিয়েগো জটার। মাত্র ২৮বছরের এই উইঙ্গার গাড়ি দুর্ঘনায় প্রয়াত হলেন। জটা তার ভাই আন্দ্রে সিলভাকে নিয়ে স্পেনের জামোরাতে গাড়ি চালাচ্ছিলেন। সেখানেই একটা গাড়ির সঙ্গে প্রায় মুখোমুখি সংঘর্ষেই ঘটে এই দুর্ঘটনা। তার ভাই আন্দ্রেও রেহাই পাননি। দুর্ঘনায় তারও তত্ক্ষণাৎ মৃত্যু ঘটে। মাত্র ২৮বছরের ক্যারিয়ারে জটা একটি প্রিমিয়ার লিগ , এফএ কাপ ও দুটি নেশনস লিগ জিতেছেন।তার মৃত্যুতে হতবাক ও মর্মস্পর্শী গোটা ফুটবলবিশ্ব।
Comments :0