Diploma engineers not to study B.Tech at Jadavpur

দেরিতে জেলেট, বি.টেক দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি হচ্ছে না যাদবপুরে

কলকাতা

চলতি শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আর যাদবপুরে বি.টেক-এ সুযোগ পাবেন না। প্রবেশিকা পরীক্ষা জেলেট-র মাধ্যমে সুযোগ দেওয়া হয় বি.টেকে। এ বছর জয়েন্ট এন্ট্রান্স ল্যাটারাল এন্ট্রি টেস্ট বা জেলেট-র পরীক্ষা দেরি হওয়াতেই এই সমস্যা।  
অন্য অনগ্রসর অংশ বা ওবিসি সংরক্ষণ ঘিরে জটিলতাকে কেন্দ্র করে জেলেট-র ফল বেরিয়েছে দেরিতে। এর মধ্যে বি.টেক দ্বিতীয় বর্ষের ক্লাস অনেকটা হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের।
ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যাদবপুরে সরাসরি বি.টেক’র দ্বিতীয় বর্ষে পড়ার সুযোগ পান জেলেট-র মাধ্যমে।
রাজ্যের বিভিন্ন পরীক্ষার ফল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেরিতে প্রকাশ করেছে ওবিসি সংরক্ষণকে কারণ দেখিয়ে। পিছিয়েছে বিভিন্ন কলেজে ভর্তিও। জেলেট প্রবেশিকা নেয় পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এই পরীক্ষা নিতেও দেরি হয়। এই কারণে চলতি শিক্ষাবর্ষে  জেলেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের বি-টেক দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি না নেওয়ার সিদ্ধান্ত নিলো যাদবপুর বিশ্ববিদ্যালয়।
জেলেট পরীক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়াররিং, ফার্মেসি, এবং টেকনোলজির মতো বিষয়ের ৪ বছরের ব্যাচেলার কোর্সের দ্বিতীয় বর্ষে (তৃতীয় সেমিস্টার) সরাসরি ভর্তি হতে পারেন শিক্ষার্থীরা।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও যে সমস্ত শিক্ষার্থী বিএসসি পাস করেছেন এবং ইঞ্জিনিয়াররিং কোর্সে ডিপ্লোমা করেছেন তাঁরা জেলেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সরাসরি বি-টেক'র দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি হতে পারতেন। প্রত্যেক বছর অক্টোবর মাসে এই জেলেট পরীক্ষা হয়। তবে এই শিক্ষাবর্ষে পরীক্ষাটি নির্ধারিত সময়ে নেওয়া হয়নি। যদিও এই বিষয়ে উচ্চশিক্ষা দফতরের তরফেও বিশেষ কিছু জানানো হয়নি।
এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিকের সংবাদসংস্থাকে বলেন, যেহেতু এবছরের জেলেট পরীক্ষা অযৌক্তিকভাবে দেরিতে নেওয়া হয়েছে এবং যে শিক্ষার্থীরা  বি-টেকের প্রথম বর্ষেই ভর্তি হয়েছিলেন নিয়মমাফিক ক্লাস শুরু হতে তাদেরও দেরি হয়ে গেছে। ফলত, ডিপ্লোমা স্টুডেন্ট যারা এবছর জেলেট পরীক্ষা দিয়েছেন তাদের আমরা ভর্তি নিতে পারছি না।' তিনি আরও বলেন, " প্রথম বর্ষ থেকেই যারা বি- টেক কোর্সে পড়ছেন তাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষার বিষয়টিতে আমরা দেরি করতে চাই না। পাশাপাশি পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফেও পরের সপ্তাহে এই পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।"

Comments :0

Login to leave a comment