Conference

পদযাত্রার মধ্যদিয়েই রায়গঞ্জে কো-অর্ডিনেশন কমিটির জেলা সম্মেলন শুরু

জেলা

লাল ঝাণ্ডা উপেক্ষা করে মেহনতি জনতার বিকাশ সম্ভব নয়। বললেন সরকারি কর্মচারীরা। বকেয়া মহার্ঘভাতার দাবির সঙ্গে প্রশাসনিক উন্নয়নে জাতীয় পতাকা হাতে নিয়ে সরকারি কর্মচারীদের সর্ব বৃহৎ সংগঠন কো-অর্ডিনেশনের রায়গঞ্জে প্রভাতফেরী। রাজ্য কো-অর্ডিনেশন কমিটির উত্তর দিনাজপুর জেলা সম্মেলন কে সামনে রেখে পদযাত্রা। সম্মেলনে যোগ দিতে এসে কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বাবলু ঘোষ বলেন,  পরিসংখ্যান অনুযায়ী সংগঠনের সদস্য সংখ্যা কমেনি কমেছে সরকারি কর্মচারীদের সংখ্যা। অবিলম্বে স্বচ্ছতার সাথে দ্রুত কর্মচারী নিয়োগ করতে হবে। কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশন হয়ে গেলেও বাংলার সরকার সপ্তম বেতন কমিশন করতে পারলো না। রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত ভাবে হয়রানি করেও সরকারি কর্মচারীদের মনোবল ভাঙ্গতে পারেনি। অবিলম্বে সরকারি দপ্তরগুলোতে কর্মচারী নিয়োগ করতে হবে, মুল্য বৃদ্ধির প্রতিবাদ করে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে অরবিন্দ ভবনে আয়োজিত জেলা সম্মেলন শুরু হলো।

Comments :0

Login to leave a comment