আর জি কর কাণ্ডে অভিযুক্ত অভীক দে কেন ফের মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে? এই প্রশ্ন তুলে অবস্থান চালাচ্ছিলেন চিকিৎসকরা। শামিল ছিল ‘অভয়া মঞ্চ’। মঙ্গলবার এই অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন। তার ভিত্তিতে আপাতত অবস্থান তুলে নেওয়া হয়েছে।
মেডিক্যাল কাউন্সিল থেকে সরাতে হয়েছিল ‘থ্রেট কালচার’-এ দায়ী অভীক, দে, বিরূপাক্ষ বিশ্বাসদের। আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এঁরা। প্রতিবাদের জেরে সরাতে হয়েছিল অভীক, বিরূপাক্ষদের। সোমবারের পর মঙ্গলবার আবার এই অভিযুক্তরা মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে। চলছে তীব্র প্রতিবাদ। চিকিৎসকদের যৌথ মঞ্চ ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস’ এবং নাগরিকদের ‘অভয়া মঞ্চ’ শামিল অবস্থানে।
মঙ্গলবার জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের ৫ সদস্যের প্রতিনিধিদল দেখা করে দায়িত্বপ্রাপ্ত সচিব মৌমিতা গোদারার সঙ্গে। জানানো হয় যে কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তীকে সরানো হয়েছে বলে জানানো হয়েছিল। তা’হলে তিনি কেন বৈঠক ডাকছেন?অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাসদের ঘিরে অভিযোগ ছিল আরজি কর হাসপাতালে খুন-ধর্ষণ কাণ্ডে। ৯ আগস্ট ডিউটিতে থাকা অবস্থায় বিহত হয়েছিলেন মহিলা চিকিৎসক। ১০ আগস্ট সেমিনার রুমে তাঁর দেহ পাওয়া যায়। সেখানে ভিড়ের মধ্যে অভীক দে-কে দেখা গিয়েছিল। তিনি কেন ওখানে, এই প্রশ্নের কোনও ব্যাখ্যাই মেলেনি। তাঁকে মেডিক্যাল কাউন্সিল থেকে সরাতে হয়েচিল। তা’হলে ফিরিয়ে আনা হচ্ছে কেন?
প্রশাসনের তরফেএই অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়। তার ভিত্তিতে অবস্থান তুলেন নেন চিকিৎসকরা। তবে বুধবার শিয়ালদহ আদালতে ‘অভয়া মঞ্চ’ অবস্থানের ডাক দিয়েছে। সেখানে সব অংশকে সমবেত হওয়ার আবেদন জানানো হয়েছে। আর জি করে খুন-ধর্ষণ খাণ্ডের শুনানি রয়েছে বুধবার।
Comments :0