ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়ির কাছে লেবানন থেকে ছোড়া একটি ড্রোন শনিবার হাইফার দক্ষিণাঞ্চলীয় সিজারিয়ায় বিস্ফোরিত হয়। গাজায় হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের সঙ্গে ইজরায়েলের সংঘর্ষের দুদিন পর হামলার সময় নেতানিয়াহু ও তার স্ত্রী সেখানে উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখপাত্র।
লেবানন থেকে ছোড়া আরও দুটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করায় তেল আভিভ এলাকায় সাইরেন বেজে ওঠে। তৃতীয়টি সিজারিয়ার একটি ভবনে আঘাত হানে, যার ফলে বিকট বিস্ফোরণ ঘটে।
লেবানন থেকে ছোড়া আরও দুটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করায় তেল আভিভ এলাকায় সাইরেন বেজে ওঠে। তৃতীয়টি সিজারিয়ার একটি বাড়িতে আঘাত হানে, যার ফলে বিকট বিস্ফোরণ ঘটে।
ইজরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ড্রোনটি লেবানন থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে উড়ে সিজারিয়ার ওই বাড়িতে আঘাত হানে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার স্থপতি ইয়াহিয়া সিনওয়ার এক বছর ধরে চলা অভিযানের পর ইজরায়েলি বাহিনীর হাতে নিহত হওয়ার কয়েকদিন পর এই হামলা চালানো হলো।
Israel Hezbollah clash
নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়ির কাছে ড্রোন হামলা
×
Comments :0