first weekend of December sign of winter.

ডিসেম্বরের প্রথম উইকেন্ডেই দুরুন্ত পারফরম্যান্স শীতের

রাজ্য কলকাতা

বাঁকুড়া লোকপুরে আগুন পোয়াচ্ছেন মানুষজন। ছবি -মধুসূদন চ্যাটার্জি।

মরশুম শুরু হতে না হতেই দুর্দান্ত পারফর্ম্যান। ডিসেম্বরের প্রথম সপ্তাহের্ শনিবারই বঙ্গে ব্যাপক পারদপতন। একধাক্কায় ৩ ডিগ্রি নেমে এদিন কলকাতার তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রির আশেপাশেই। এখনো অবধি মরশুমের শীতলতম দিন ছিল এটিই। রবিবার তাপমাত্রা সামান্য বাড়লেও, আগামী কয়েকদিনে তাপমাত্রার তারতম্য খুব বেশি হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

রাজ্যের সর্বত্র শুস্ক আবহাওয়ায় বজায় থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। পাশাপাশি বঙ্গোপসাগরেও কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অঞ্চল না থাকায় রাজ্যে বেশ অবাধেই প্রবেশ করছে উত্তুরে হাওয়া। তার জেরেই এই পারদ পতন।  

রবিবার শহরের ও তৎসংলগ্ন এলাকার  তাপমাত্রা সর্বোচ্চ ও সর্বনিম্ন ২৫ থেকে ১৪ ডিগ্রির আশেপাশেই থাকবে। শনিবারের  তুলনায় বেশি হলেও স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা কমই থাকছে তাপমাত্রা। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কারই ছিল আকাশ। 
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির তাপমাত্রাও ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। তবে উত্তরবঙ্গে শীতের দাপট বেশ ভালোই থাকবে। দার্জিলিং সহ পার্বত্য জেলাগুলির তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচেই থাকবে বলে জানা যাচ্ছে। তবে উত্তুরে হওয়ার জন্য কুয়াশার সমস্যা দেখা দিচ্ছে। ফলত, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই রবিবার ও সোমবার কুয়াশার জন্য সতর্কতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা হ্রাস পাওয়ায় ট্রেন ও যানচলাচলে সমস্যা দেখা দিতে পারে। রবিবার বেশ ঠান্ডা পড়েছে বাঁকুড়ায়।  বিকাল পাঁচটাতেই তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। রাতে তাপমাত্রা আরও কমবে। এদিন বিকেলেই বাঁকুড়া লোকপুরে আগুন পোয়াচ্ছেন মানুষজন।

Comments :0

Login to leave a comment