Egypt preparing truce deal, attack incessant on Gaza

যুদ্ধবিরতির প্রস্তাব মিশরের, হামলা অবিরাম গাজায়

আন্তর্জাতিক

ইজরায়েলের সেনার হামলার পর জাবালিয়া ক্যাম্পে ধ্বংসস্তূপের সামনে গাজার বাসিন্দারা। ছবি সৌজন্য: ‘এক্স’

ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতির জন্য নতুন প্রস্তাব তৈরি করছে মিশর। বৃহস্পতিবার এই মর্মে কবর দিয়েছে সিদি আরবের একটি সংবাদ চ্যানেল। নতুন প্রস্তাবে যুদ্ধবিরতির পাশাপাশি বন্দি বিনিময় সংক্রান্ত কথাও রয়েছে।
তবে ইজরায়েলের সেনা একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে প্যালেস্তাইনে। গাজার স্বাস্থ্য প্রশাসন বৃহস্পতিবার জানিয়েছে যে নতুন পর্বে হামলায় ২০ জন নিহত হয়েছেন। মধ্য গাজার নুসেইরত ক্যাম্পে হামলা চালিয়েছে ইজরায়েল। নিহতদের মধ্যে রয়েছে ৩ শিশু। গাজার উত্তরে জাবালিয়ায় ইজরায়েলী সেনার গুলিতে নিহত হয়েছেন ৩ জন। প্যালেস্তাইনের ওয়েস্ট ব্যাঙ্কে ১২ বছরের এক কিশোর সেনার গুলিতে নিহত হয়েছে।  
সংবাদমাধ্যমে জানানো হয়েছে, দু’পক্ষেরই বক্তব্যকে বিশ্লেষণ করে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। মিশরের পাশাপাশি কাতারও নতুন চুক্তির প্রস্তাব তৈরির প্রক্রিয়ায় যুক্ত বলে জানা গিয়েছে। হামাসের হাতে থাকা বন্দিদের মুক্তির বিনিময়ে ইজরায়েলের জেলে বন্দি প্যালেস্তিনীয়দের মুক্তির শর্ত কি হবে সে বিষয়েও প্রস্তাব রয়েছে। হামাস বলেছে যে যুদ্ধবিরতির চুক্তি দীর্ঘস্থায়ী হওয়া উচিত। আংশিক সময়ের চুক্তির ওপর ভরসা করা কঠিন। 
হামাস এদিন সমালোচনা করেছে প্যালেস্তিনীয় অথরিটির প্রেসিডন্ট মহমুদ আব্বাসেরও। আব্বাস সম্প্রতি বলেন যে ইজরায়েলের নাগরিকদের বন্দি করে রেখে হামাস আক্রমণের পক্ষে যুক্তিকে জোরালো করছে। হামাসের অন্যতম নেতা বসিম নইম বলেছেন যে এই মন্তব্য অপমানজনক। তিনি বলেন, ‘‘আব্বাস লাগাতার ইজরায়েলের অমানবিক আগ্রাসনের দায় গাজার মানুষ এবং হামাসের ওপর চাপিয়ে যাচ্ছেন।  

Comments :0

Login to leave a comment