FIFA CLUB WORLD CUP

ক্লাব বিশ্বকাপে জয় রিয়ালের , কোয়ার্টারে তাদের প্রতিপক্ষ ডর্টমিউন্ড

খেলা

ফিফা ক্লাব বিশ্বকাপে জুভেন্তাসকে হারাল রিয়াল মাদ্রিদ। একমাত্র গোল করেন গঞ্জালো গার্সিয়া। ক্লাব বিশ্বকাপের এই বড় ম্যাচে রীতিমতো প্রাধান্য নিয়ে খেলেই জয়লাভ করল জাবি আলোন্সোর দল। প্রথম দিকে একটু ধীর গতিতে খেলা শুরু করলেও। ধীরে ধীরে মাঝমাঠের দখল নিতে থাকে বেলিংহ্যাম , ভালভার্দেরা। ট্রেন্টের নিঁখুত একটি সেন্টার থাকে ৫৪মিনিটে হেড করে দলকে এগিয়ে দেন গঞ্জালো গার্সিয়া। ওই একমাত্র গোলেই কোয়ার্টারে ফাইনালে উঠে যায় রিয়াল মাদ্রিদ। অন্য ম্যাচে মন্টারিকে ২-০ গোলে হারায় ডর্টমিউন্ড। আগামী ৬জুলাই কোয়ার্টারে ফাইনালে নামবে রিয়াল মাদ্রিদ ও ডার্টমিউন্ড।

Comments :0

Login to leave a comment