বৃহস্পতিবার রাতে ( শুক্রবার ) বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্যায়ের লড়াইয়ে নামছে ব্রাজিল , আর্জেন্টিনা ও স্পেন । বুয়েন্স আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে নামবে মেসির আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। ইতিমধ্যেই ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে ফেলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্য ম্যাচে রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে নামবে ব্রাজিল এবং চিলি। ১৬ম্যাচে ২৫পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভিনিসিয়াসরা। তাই এই ম্যাচে জয় অন্তত প্রয়োজন ' সেলেকাও ' দের। ইউরোপের ম্যাচে ২০১০ এর বিশ্বচ্যাম্পিয়ন নামবে স্পেন নামবে বুলগেরিয়ার বিরুদ্ধে। জার্মানি নামবে স্লোভাকিয়া এবং নেদ্যারল্যান্ডস নামবে পোল্যান্ডের বিরুদ্ধে। সবকটি ম্যাচই হবে বৃহস্পতিবার ভারতীয় সময় রাত ১২:১৫তে ( শুক্রবার )।
FIFA world cup qualifiers
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্যায়ের লড়াইয়ে নামছে ব্রাজিল , আর্জেন্টিনা ও স্পেন

×
Comments :0