উৎপল মজুমদার
মানিকচক ব্লকের গঙ্গা সহ বিভিন্ন নদীর ভাঙ্গনে ভুতনী চরের বিস্তীর্ণ এলাকা নদী গর্ভে চলে যাওয়ায় এলাকার অসংখ্য পরিবার ঘরবাড়ি সব হারিয়ে ভুতনীর বাঁধে ত্রিপলের নীচে আশ্রয় নিয়ে দিনযাপন করছিল। সেইসমস্ত পরিবারকে বিকল্প জমি দিয়ে আশ্রয়স্থল গড়ে দেবার দাবি জানিয়ে আন্দোলনে সামিল হয়েছিল সিপিআই(এম) মানিকচক'র নেতা কর্মীরা।
ইতিমধ্যে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহঃ সেলিম সহ সুমিত দে, মীনাক্ষী মুখার্জী, ধ্রুবজ্যোতি সাহা, কৌশিক মিশ্র, জামিল ফিরদৌস, দেবজ্যোতি সিনহা প্রমুখ নেতৃত্ব বার বার এইসব ভাঙ্গন কবলিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ও সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এ প্রসঙ্গে দেবজ্যোতি সিনহা জানালেন, এই দাবি আদায়ে বিডিওকে ডেপুটেশন ও সারা রাত অবস্থানের কর্মসূচি নেয় ভাঙ্গন পীড়িত পরিবারের সদস্যরা। এই অবস্থানে বুধবার আসেন বিএলও কৌশিক রায় এবং আরও শান্তনু কুইলা। তারা সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং জানান আগামী ১৫ দিনের মধ্যে ভূমি দপ্তর জমি ও কলোনীর প্রোজেক্ট তৈরি করবেন। দেবজ্যোতি সিনহা'র এই সিদ্ধান্তে, দীর্ঘদিন ধরে চলা আন্দোলন সফল বলে মনে করছেন ওখানকার সাধারণ মানুষ। তবে যতোক্ষণ না এই প্রতিশ্রুতি রূপায়িত হচ্ছেন ততদিন আন্দোলন চলবে বলেই জানান তারা।
Comments :0